পকেটে জ্বালানি-ছ্যাঁকা! ১৪ দিনে সাড়ে ৭ টাকা বাড়াল পেট্রল-ডিজেলের দাম

পকেটে জ্বালানি-ছ্যাঁকা! ১৪ দিনে সাড়ে ৭ টাকা বাড়াল পেট্রল-ডিজেলের দাম

নয়াদিল্লি: এককথায় লাগামছাড়া৷ শনিবার ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম৷ এই নিয়ে টানা ১৪দিন লাগাতার দাম বৃদ্ধি করা হয়েছে৷ লিটার প্রতি পেট্রলে দাম বেড়েছে ৪৯ পয়সা৷ ডিজেলের দাম বেড়েছে ৫৪ পয়সা৷ লাগাতার টানা ১৪ দিনে পেট্রলের দাম বেড়েছে ৭টা ৩২ পয়সা৷ ডিজেলের দাম বেড়েছে ৭টাকা ৪৫ পয়সা৷

নতুন বর্ধিত দামের জেরে বাংলায় পেট্রলের দাম বেড়েছে ৮০ টাকার গণ্ডি টপকে গিয়েছে৷ লিটার প্রতি পেট্রলের দাম বেড়ে হয়েছে ৮০টাকা ৬২ পয়সা৷ একইসঙ্গে ডিজেলের দামও লাফিয়ে লাফিয়ে বেড়েছে৷ এই মুহূর্তে বাংলায় ডিজেলের দাম বেড়েছে দাঁড়িয়েছে ৭৩টাকা ০৭ পয়সা৷ ডিজেলের দাম প্রতিদিন বাড়ার ফলে দেশে পরপর দামের রেকর্ড হচ্ছে৷ সবমিলিয়ে শেষ ১৪ দিনে পেট্রলের দাম বাড়ল ৭ টাকা ৩২ পয়সা আর ডিজেল বাড়ল ৭ টাকা ৪৫ পয়সা৷

লকডাউনের সময় ৮২ দিন তেলের দাম ছিল অপিবর্তীত৷ কিন্তু, গত ৭ জুন থেকে বেড়ে চলেছে জ্বালানি তেলের দাম৷ আন্তর্জাতিক বাজার দর অনুযায়ী দেশের বাজারে পেট্রল ও ডিজেলের দাম ঠিক হওয়ার কথা থাকলেও কার্যক্ষেত্রে তা হচ্ছে না৷ বিশ্ববাজারে অপরিশোধিত তেলের পরিসংখ্যান বলছে, ২০১৮ সালের ৪ অক্টোবর বিশ্ব বাজারে অপরিচিত তেলের দাম সর্বাধিক বেড়ে দাঁড়িয়েছিল ব্যারেল প্রতি ৮৬.৩ ডলার৷ বাংলায় সেই সময় পেট্রোলের দাম ছিল ৮৫ টাকা ৮০ পয়সা৷ কিন্তু বর্তমান পরিস্থিতিতে ব্যারেল পিছু অপরিশোধিত তেলের দাম ৪১.৪৮ ডলার হলেও ২০১৮ সালের বর্ধিত তেলের দামের দিকে ঝুঁকছে ভারতীয় বাজার৷

গত ১৪ মার্চ পেট্রল ও ডিজেলের উপর উৎপাদন শুল্ক ৩ টাকা করে বাড়িয়ে দিয়েছে কেন্দ্র সরকার৷ ফের ৬ মে পেট্রলে প্রতি লিটারে ১০ টাকা ও ডিজেলে লিটারপ্রতি ১৩ টাকা শুল্ক চাপানো হয়েছে৷ আর তার জেরে এখন জ্বালানি তেলার উপর ৬৯ শতাংশ শুল্ক গুনতে হচ্ছে সাধারণ জনতাকে৷ যা বিশ্বের হিসাবে রেকর্ড৷ পরিসংখ্যান বলছে গত মার্চ থেকে টানা ৮২ দিন জ্বালানির দাম ঘোষণা বন্ধ রাখে কেন্দ্র৷ এরপর আনলক ওয়ান পর্ব থেকে নতুন করে তেলার দাম ঘোষণা শুরু হতেই ফের চড়তে শুরু করেছে দাম৷ দাম বাড়িয়ে শুধু জ্বালানি থেকে ৪৪ হাজার কোটি টাকা আয় করেছে কেন্দ্র৷ কেন্দ্র-রাজ্যের আয় বৃদ্ধির খেসারত দিচ্ছে হচ্ছে সাধারণ জনতাকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *