পাকিস্তানের নামে স্লোগান ওঠা সেই লালচকে উড়ল তেরঙ্গা, শ্রীনগরে অন্য ছবি

পাকিস্তানের নামে স্লোগান ওঠা সেই লালচকে উড়ল তেরঙ্গা, শ্রীনগরে অন্য ছবি

শ্রীনগর: পাথর নিক্ষেপকারীদের গড় বলা যেত এই জায়গাকে। পাকিস্তানের নামে স্লোগান উঠত প্রায় প্রতিদিন। জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের সেই লালচকে আজ ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে উড়ল তেরঙ্গা। শুধু তাই নয়, লালচকের বিখ্যাত ক্লক টাওয়ার বা ‘ঘণ্টা ঘরেও’ উড়ল জাতীয় পতাকা। এদিন সকাল হতে না হতেই একদল মানুষকে এই লালচকে এসে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করতে দেখা যায়। তারপর তারা তেরঙ্গা নিয়ে কিছু সময় ওখানেই ছিলেন। 

২০১৯ সালের ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নিয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই ৩৭০ ধারা তুলে নেওয়ার পর দেশজুড়ে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল বটে। অনেকেই ভেবেছিলেন যে, জম্মু-কাশ্মীরের পরিস্থিতি হয়তো আগের থেকে খারাপ হবে। কিন্তু ততটাও হয়নি বাস্তবে। হ্যাঁ, মোদী সরকারের দাবি মতো ভূস্বর্গে জঙ্গিহানা যে একদম কমে গিয়েছে তা নয়, কিন্তু শ্রীনগর তথা অন্যান্য অনেক জায়গায় পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। তার মধ্যে একটি হল এই লালচক। বিগত কয়েক বছর ধরে এই জায়গায় জাতীয় পতাকা উত্তোলিত হতে দেখা যায়নি। 

৩৭০ ধারা সিদ্ধান্তের পর অনেক বিক্ষোভ-প্রতিবাদ হয়েছে ভূস্বর্গে। অশান্তি থামাতে বিপুল সংখ্যক সেনা নামানোর পাশাপাশি ইন্টারনেট পরিষেবাও কিছু সময় ধরে বন্ধ রাখা হয় সেখানে। তা নিয়ে আরও যেন ঝড় বয়ে যায় রাজনৈতিক মহলে। বিরোধী শিবির থেকে দাবি করা হয়েছিল, কাশ্মীরে তেরঙ্গা তোলার মতো কেউ থাকবে না। কিন্তু তেমনটা এখন দেখা যাচ্ছে না। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + nine =