Aajbikel

রাজনৈতিক দলের টাকার উৎস জানার অধিকার নেই মানুষের! সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

 | 
সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: নির্বাচনের আগে প্রতিবারই শিরোনামে আসে নির্বাচনী বন্ডের প্রসঙ্গ৷ কোটি কোটির খেলা৷ এই নির্বাচনী বন্ডের উৎস কী? কোথা থেকেই বা আসে টাকা? এই বিপুল অর্থের পিছনে কোনও দুর্নীতি বা অসাধু কার্যকলাপ নেই তো? সাধারণ মানুষের মনে এই প্রশ্ন জাগলেও, সেই প্রশ্ন করার অধিকারই নাকি নেই৷ এমনকী তথ্য জানার অধিকার আইনেও নয়। সুপ্রিম কোর্টে এমনই দাবি মোদী সরকারের।

এদিন শীর্ষ আদালতে কেন্দ্রের বিজেপি সরকারের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরামানি আদালতকে জানান, নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য জানার অধিকার নেই দেশবাসীর। দেশের সংবিধান বা আইনে এই বিষয়ে সুর্নির্দিষ্ট কোনও ব্যখ্যা নেই। সোমবার কেন্দ্রের এই যুক্তি শুনে খড়্গহস্ত বিরোধীরা। প্রশ্ন উঠছে, ইলেক্টোরাল বন্ডের সবচেয়ে বেশি সুবিধা নিয়েছে বলেই কি বিজেপি’র এই আপত্তি? প্রসঙ্গত, রাজনৈতিক দলগুলির আর্থিক অনুদান পাওয়ার প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে নির্বাচনী বন্ড বিক্রি শুরুর উদ্যোগ নেওয়া হয়েছিল৷ নগদ টাকার পরিবর্তে এই বন্ড কেনার মাধ্যমে পছন্দের দলের ভাণ্ডারে অনুদান দেওয়া সম্ভব৷ 

Around The Web

Trending News

You May like