এই অ্যাপের মাধ্যমে ঘরে বসেই জীবন প্রমাণ পাবেন পেনশনভোগীরা

এই অ্যাপের মাধ্যমে ঘরে বসেই জীবন প্রমাণ পাবেন পেনশনভোগীরা

 

নয়াদিল্লি:  করোনা পরিস্থিতির জেরে উদ্ভূত সংকটে সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে অনেকটাই সহায়ক হয়ে উঠেছে ডিজিটাল অ্যাকটিভিটি৷ ঘরে বসেই আজকাল ডিজিটাল দুনিয়ার মাধ্যমে গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করা হচ্ছে৷ এই পথ ধরেই পেনশনভোগী বয়স্ক মানুষের সুবিদার্থে আনা হয়েছে ডিজিটাল লাইফ সার্টিফিকেট৷ 

আরও পড়ুন- যোগীর রাজ্যে ‘বেপাত্তা’ প্রায় ১২০০ করোনা রোগী! হিমশিম খাচ্ছে পুলিশ-প্রশাসন

 

প্রতি বছরই পেনশনভোগীদের ‘জীবন প্রমাণ’ বা লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়৷ যা বায়োমেট্রিক যুক্ত আধার ভিত্তিক ডিজিটাল লাইফ সার্টিফিকেট৷  আধার নম্বর এবং বায়োমেট্রিকের মাধ্যমে ব্যক্তি বিশেষের জীবন প্রমাণ তৈরি করা হয়৷ তবে এবার থেকে জীবন প্রমাণ পাওয়া আরও সহজ হতে চলেছে৷ UMANG (ইউনিফায়েড মোবাইল অ্যাপলিকেশন ফর নিউ এজ গভর্নন্যান্স) অ্যাপের মাধ্যমে ঘরে বসেই মিলবে ডিজিটাল লাইফ সার্টিফিকেট৷ UMANG- এর তরফে টুইট করে এ কথা জানানো হয়েছে৷ টুইটে বলা হয়েছে, ‘‘UMANG- এর জীবন প্রমাণ পরিষেবার সঙ্গে পেনশভোগীরা ঘরে বসেই তাঁদের 'ডিজিটাল লাইফ শংসাপত্রগুলি'  সংগ্রহ করতে পারেন। এর জন্য আপনাদের কেবলমাত্র একটি # UIDAI অনুমোদিত বায়োমেট্রিক ডিভাইস থাকতে হবে।’’

 

আরও পড়ুন- মোদী থাকলে আমি নেই! উমার মন্তব্যে রাম-বিতর্ক! ভেস্তে যাবে ভূমি পুজো?

প্রসঙ্গত, জীবন প্রমাণ সারা জীবনের জন্য কার্যকর হয় না৷ মূলত এর বৈধতা পেনশন অনুমোদনকারী কর্তৃপক্ষের দ্বারা নির্ধারিত নীতির উপর নির্ভরশীল৷ মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে জীবন প্রমাণ বা লাইফ সার্টিফিকেট জমা দিতে হয় পেনশনভোগীদের৷ তবে পেনশনভোগীদের ব্যাংক, পোস্ট অফিস বা পেনশন বিতরণকারী সংস্থায় গিয়ে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে না৷ স্বয়ংক্রয়ভাবেই ইলেকট্রনিক্যালি কর্তৃপক্ষের কাছে পৌঁছে যাবে৷  

ভারতে মোবাইল গভর্নেন্স পরিচালনার উদ্দেশে UMANG অ্যাপটি তৈরি করেছে ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক এবং জাতীয় ই-গভর্নেন্স বিভাগ৷  একটি ছাতার নীচে এটি প্রতিটি ভারতীয় নাগরিককে প্যান ইন্ডিয়া ই-গভ পরিষেবা দিয়ে থাকে৷  

আরও পড়ুন- করোনা আক্রান্ত দেশের দ্বিতীয় মুখ্যমন্ত্রী, হাসপাতালে ভর্তি ইয়েদুরাপ্পা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *