নয়াদিল্লি: ‘পেগাসাস’ মোদীর মন্ত্রীদের ফোন ট্যাপ করছেন বলে অভিযোগ করলেন বিজেপি রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী৷ নিজের টুইটার হ্যান্ডেল থেকে তিনি টুইট করেছেন, ‘‘মোদির মন্ত্রিসভার মন্ত্রীদের, আরএসএসের নেতাদের, বিচারকদের এবং সাংবাদিকদের ফোন ট্যাপ করার জন্য পেগাসাসকে নিয়োগ করা হয়েছে বলে একটি ইয়রায়েল প্রত্রিকায় খবর প্রকাশ করা হয়েছে৷’’ সুব্রহ্মণ্যমের দাবি, ‘‘বিতর্কিত বিষয় নিয়ে আমি কখনও পিছপা হই না৷ এবিষয়ে নিশ্চিত হয়ে শীঘ্রই তালিকা প্রকাশ করব৷’’
বিজেপি রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর টুইটের পরই পাল্টা টুইট করেছেন তৃণমূল কংগ্রেস রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন৷ তাঁর দাবি, ‘‘বিরোধী দলের অনেক সদস্যর ফোনও ট্যাপ করা হচ্ছে৷’’ প্রসঙ্গত, স্বামীর অনেক আগেই গত ১৭ জুলাই এবিষয়ে কৌশলী টুইট করেছিলেন কংগ্রেসের লোকসভার সাংসদ কার্তি চিদাম্বরম৷ পেগাসাসের বিষয়টিতে টুইটে তিনি কৌশলে লিখেছিলেন “একটি পাখি আমাকে বলে যে পেগাসাস বিস্ফোরক হতে চলেছে।”
ঘটনার সূত্রপাত, গত বছরের শেষের দিকে সংবাদসংস্থার তরফে জানানো হয়, বিশ্বজুড়ে রাজনৈতিক নেতা, পুলিশ, বিচারক ও সাংবাদিকদের ফোন ট্যাপ করার জন্য নয়া প্রযুক্তিকে কাজে লাগিয়ে পেগাসাসের আগমণ ঘটানো হয়েছে৷ সেই সময় হোয়াটসঅ্যাপের তরফে দাবি করা হয়, পেগাসাসের প্রযুক্তির পিছনে রয়েছে গুপ্তচরবৃত্তি৷ বিশ্বজুড়ে প্রায় ১,৪০০ ব্যবহারকারীর ফোন একই সঙ্গে হ্যাক করার ক্ষমতা রাখে এই অত্যাধুনিক যন্ত্রটি৷
জানা যায় যে অত্যাধুনিক প্রযুক্তি নির্মাণের লক্ষ্য ছিল, এশিয়া সহ চারটি মহাদেশের কূটনীতিক, রাজনৈতিক, সাংবাদিক এবং উর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের কাছ থেকে যাবতীয় তথ্য হ্যাক করা৷ স্বামীর টুইটের জেরে নতুন করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ভারত তো বটেই বিশ্ব রাজনীতিতেও৷