সবজি বিক্রেতার হাত থেকে খাবার খাচ্ছে ময়ূর, ভাইরাল ভিডিও

বিশ্বের প্রতিটি জীবই প্রকৃতির সন্তান। এর মধ্যে যেমন মানুষ পড়ে তেমনই পড়ে বিশ্বের অন্য জন্তু-জানোয়ার এবং পাখিরাও। মাঝে মধ্যে বিভিন্ন প্রজাতির পশুর মধ্যে বন্ধুত্ব অবাক করে মানুষকে। আবার অনেক সময় মানুষের সঙ্গে পশুর বন্ধুত্বও দেখার মতো। সম্প্রতি রাজস্থানে এমন একটি উদাহরণ মিলল।

 

জয়পুর: বিশ্বের প্রতিটি জীবই প্রকৃতির সন্তান। এর মধ্যে যেমন মানুষ পড়ে তেমনই পড়ে বিশ্বের অন্য জন্তু-জানোয়ার এবং পাখিরাও। মাঝে মধ্যে বিভিন্ন প্রজাতির পশুর মধ্যে বন্ধুত্ব অবাক করে মানুষকে। আবার অনেক সময় মানুষের সঙ্গে পশুর বন্ধুত্বও দেখার মতো। সম্প্রতি রাজস্থানে এমন একটি উদাহরণ মিলল।

সম্প্রতি টুইটারে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা অবাক করেছে মানুষজনকে। অনেক সময় কুকুরের সঙ্গে মানুষের বা শিম্পাঞ্জির সঙ্গে মানুষের বা অন্য কোন বন্য জন্তু সঙ্গে মানুষের বন্ধুত্ব নিয়ে প্রচুর ভিডিও ভাইরাল হয়। সোশ্যাল মিডিয়ার কখনও দেখা যায় মানুষ তাদেরকে হাতে করে খাইয়ে দিচ্ছে।

কখনও আবার সেই সমস্ত জন্তু জানোয়াররা আদর খাওয়ার আশায় মানুষের কোলে পিঠে উঠে পড়ছে এমন ভিডিও-ও ভাইরাল হতে দেখেছে অনেকেই। কিছুদিন আগে এক মহিলার ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল হাতে করে ওই মহিলা খাইয়ে দিচ্ছেন হনুমানকে। সেই ভিডিও রীতিমত ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তবে এবারও তেমনই একটি নিদর্শন পাওয়া গিয়েছে রাজস্থানে। এক সবজি বিক্রেতার হাত থেকে খাবার খেতে দেখা গিয়েছে ময়ূরকে। তবে সেই ময়ূর কিন্তু ওই সবজি বিক্রেতার পোষ্য নয়।

আরও পড়ুন: শকুন্তলা দেবীর পর এবার ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করবেন বিদ্যা!

টিংকু ভেঙ্কটেশ নামে এক ব্যক্তি ভিডিওটি টুইটারে প্রকাশ করেন। ভিডিওয় দেখা যাচ্ছে এক রাজস্থানী মহিলা রাস্তার পাশে সবজির পসরা সাজিয়ে বসেছেন। আর তাঁর কাছে এসেছে একটি ময়ূর। রাজস্থান এমনিতেই রাস্তাঘাটে ঘুরে বেড়াতে দেখা যায় ময়ূরদের। তেমনই এক ভবঘুরে ময়ূর হাজির হয়েছে মহিলার সম্মুখে। আর মহিলা তাঁকে নিজের হাতে করে তাকে দিচ্ছেন দানাপানি। আর সেই ময়ূর সেখান থেকেই ঠোঁট দিয়ে খেয়ে চলেছে খাবার।

টিংকু ভেঙ্কটেশ ভিডিওর ক্যাপশনে লিখেছেন, 'ওই মহিলা মনের দিক থেকে খুবই উচ্চ মানের।' ময়ূর সমস্ত মনযোগ মহিলার হাতের উপরই দিয়েছে। নিজের খাবার খেতেই ব্যস্ত ছিল সে। সামনে যে একজন ভিডিও রেকর্ড করছেন, তার ভ্রুক্ষেপও ছিল না। অন্য কোন পশু বা পাখি হলে কাউকে এগিয়ে আসতে দেখলে সে হয়ে উড়ে চলে যেত বা ওই মানুষের উপর উপর হামলা করত। কিন্তু এর সোসব দিকে কোনও চিন্তাই নেই। মন দিয়ে মহিলার হাত থেকে খুঁটে খুঁটে খাবার খাচ্ছে সে।