কংগ্রেসকে ছাড়াই লোকসভার প্রস্তুতিতে নেমে পড়েছে পিসি-ভাইপো। শুক্রবার দিল্লিতে বৈঠকে বসেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ ও বহুজন সমাজবাদী পার্টির মায়াবতী।
সূত্রের খবর, মহাগাঁটবন্ধনের প্রস্তুতি ও আসন সমঝোতা নিয়ে বিস্তারিত আলোচনা হয় দু’দলের মধ্যে। তবে চূড়ান্ত ঘোষণা হবে ১৫ জানুয়ারি। সবচেয়ে বেশি যেই সম্ভাবনাটা জোরালো হচ্ছে, মোট ৮০ আসনের মধ্যে ৩৭টিতে প্রার্থী দেবে অখিলেশের দল। আর ৩৮টি আসনে লড়বে মায়াবতীর দল। ৩টি আসন ছেড়ে দেওয়া হবে রাষ্ট্রীয় জনতা দল বা আরএলডিকে। তাৎপর্যপূর্ণভাবে কোথাও কংগ্রেসের কোনও নাম নেই। তবে দুটি আসন এখনও ফাঁকা রয়েছে। সেই দুটি হচ্ছে, রায়বেরিলি ও আমেঠী। সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধির নির্বাচনী এলাকা।