অর্থ তুলে জ্যোম্যাটোর ডেলিবারি বয়কে বাইক উপহার

অর্থ তুলে জ্যোম্যাটোর ডেলিবারি বয়কে বাইক উপহার

হায়দরাবাদ: একজন খাবার সরবরাহকারী সংস্থার কর্মীকে তাঁর কাজের ভালো ভাবমূর্তির জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এক অপরিচিত ব্যক্তি৷ সাইকেল করে খাবার সরবরাহ করার ক্ষেত্রে তাঁর নিষ্ঠা দেখে তাঁকে বাইক কেনার জন্য খরচ জোগাড় করে দিলেন হায়দরাবাদের বাসিন্দারা৷ 

১৪ জুন অনেক রাতে হায়দরবাদের কিং কোটি এলাকায় অনলাইনে অর্ডার করা খাবার দিতে গিয়েছিলেন মহম্মদ আকিল আহমেদ নামের ২১ বছরের এক জোম্যাটো ডেলিভারি বয়৷ আকিল প্রায় ৯ কিলোমিটারেরও বেশি রাস্তা সাইকেল চালিয়ে খাবারের অর্ডার দেওয়া গন্তব্যে পৌঁছে দিয়েছিলেন মাত্র ২০ মিনিটেই৷ আকিলের প্রচেষ্টা এবং পেশাদারিত্ব নজর এড়ায়নি খাবারের গ্রাহক রবিন মুকেশের৷ বাড়ির গেটের সামনে মুকেশ খাবার নিতে গেলে এই দৃশ্য দেখে খুবই খারাপ লাগে তাঁর ৷ তিনি আকিলের একটি ছবি তুলে রাখেন৷ পরে সেই পরিশ্রমী যুবকের ছবি ফেসবুকে ফুডিজ গ্রুপে আপলোড করে ওই খাবার সরবরাহকারী যুবককে সাহায্য করার জন্য আবেদন করেন৷

তাঁর এই আর্জি মেনে দ্য গ্রেট হায়দরাবাদ ফুড এবং ট্রাভেল ক্লাবের সদস্যরা অর্থ সাহায্যও করেন৷ মুকেশ এই গ্রুপের সদস্য৷ আকিলের জন্য অর্থ সংগ্রহের কাজ শুরু হয় সোশ্যাল মিডিয়ায়৷ আবেদন করার ১০ ঘণ্টার মধ্যে ৬০ হাজার টাকা জোগাড় করে ফেলেন মুকেশ ও ওই ফেসবুক গ্রপের সদস্যরা৷ শেষপর্যন্ত সবমিলিয়ে ৭৩,৩৭০ টাকা জোগাড় হয়েছে৷ এই ছবি দেখে অর্থ সাহায্যের জন্য মুকেশ ফেসবুকে সকলকে ধন্যবাদ জানিয়েছেন৷ তিনি ফেসবুকে জানিয়েছেন, ‘প্রতিশ্রুতি মতো আমরা একটি টিভিএস এক্সএল বাইকের চাবি আকিলের হাতে তুলে দিয়েছি৷ সঙ্গে হেলমেট, রেইনকোট, মাস্কের প্যাকেট এবং স্যানিটাইজারও দিয়েছি৷ আমরা আশা করছে, আকিল আগামী দিনে তাঁর কর্তব্য আরও দক্ষতার সঙ্গে ভাবে সম্পন্ন করতে পারবে, যা তাঁর এবং তাঁর পরিবারকে সাহায্য করবে৷ তাঁকে অনেক শুভেচ্ছা৷ 

মুকেশ সংবাদমাধ্যমে জানিয়েছেন, বাইকটির দাম পড়েছে ৬৫,০০০ টাকা এবং জোগাড় হওয়া অর্থের বাকি টাকা তাঁর কলেজের ফি দিতে ব্যবহার করা হয়েছে৷ এই সাহায্য পেয়ে আপ্লুত আকিল৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − three =