নয়াদিল্লি: নির্বাচনী প্রচারে ব্যবহার নয় পুলওয়ামা আবেগ। সেনা জওয়ানদের ছবি ব্যবহার করে ভোট প্রচার করা যাবে না। বিজেপির পোস্টারে সেনাবাহিনীর অভিযান ও অভিনন্দন বর্তমানের ছবি দেখার পরেই নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন।
প্রতিরক্ষামন্ত্রকের সতর্কতার পরে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। ২০১৩-তেই নির্বাচনী প্রচারে এই নির্দেশ দিয়েছিল কমিশন৷ সেই নিষেধাজ্ঞার কথাই ফের জানাল তারা। শুধু বিজেপি নয়, আম আদমি পার্টি সহ বেশ কয়েকটি দল ভোট প্রচারে অভিনন্দন বর্তমানের ছবি ব্যবহার করতে শুরু করে৷ এর বিরোধিতা করেছে কমিশন। তাদের মতে, সেনারা দেশসেবায় নিযুক্ত৷ সেনাবাহিনী সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিষ্ঠান৷ তাদের কোনও ভাবেই ভোটপ্রচারের কাজে লাগানো যাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন৷