মুম্বই: মহারাষ্ট্রে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন আরও ১২ জন। নতুন করে ১২ জন সংক্রমিত হওয়ার পর মহারাষ্ট্রে কোভিড-১৯ মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২১৫-তে পৌঁছেছে। নতুন করে আক্রান্ত ১২ জনের মধ্যে ৩ জন আক্রান্ত হয়েছেন মুম্বইয়ে, ৫ জন পুণে-তে, নাগপুরে ২ জন, কোলহাপুরে একজন এবং নাসিকে একজন সংক্রমিত হয়েছেন।
সোমবার সকালে মহারাষ্ট্র স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে মোট ২১৫ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। মুম্বইয়ে নতুন করে ৩ জন সংক্রমিত হয়েছেন, ৫ জন পুণে-তে, নাগপুরে ২ জন, কোলহাপুরে একজন এবং নাসিকে একজন সংক্রমিত হয়েছেন।
অন্যদিকে মধ্যপ্রদেশেও বাড়ছে সংক্রমণ। নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ জন। নতুন করে ৭ জন সংক্রমিত হয়েছেন ইন্দোরে এবং একজন উজ্জয়িনীতে। ফলে মধ্যপ্রদেশে করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩২। সোমবার ইন্দোরের মহাত্মা গান্ধি মেমোরিয়াল মেডিক্যাল কলেজের ডিন জানিয়েছেন, রাজ্যে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৮ জন। ৮ জনের মধ্যে নতুন করে ৭ জন সংক্রমিত হয়েছেন ইন্দোরে এবং একজন উজ্জয়িনীতে। ফলে মধ্যপ্রদেশে করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩২।
মহারাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে৷ পুনের ওই ব্যক্তির বয়স ৫৯ বছর৷ পঞ্জাবের মোহালিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক বৃদ্ধ৷ সোমবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ নতুন করে ৫২ জন আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে৷ মহারাষ্ট্রে আগামী তিন দিনে ৬০০ জন বন্দিকে ছেড়ে দেওয়া হবে বলে রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে৷