হরিদ্বার: বিজেপির এক অনুষ্ঠানে যোগ দিতে কোয়ারেন্টাইন সেন্টার থেকে পালাল করোনা আক্রান্ত এক রোগী। ঘটনাটি উত্তরাখণ্ডের হরিদ্বারে ঘটেছে। ওই যুবকের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রজু করা হয়েছে বলে জানা গিয়েছে। জানা যায়, হরিদ্বারের রামলীলা ময়দানে ফ্রি রেশন কিট অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি ফ্রি রেশন কিট নিয়েই চলে আসেন। তিনি কারও সঙ্গে সঙ্গে সেভাবে কথা বলেননি। তবে তাঁক থেকে করোনা সংক্রমণের আশঙ্কা থেকেই যাচ্ছে। ওই অনুষ্ঠানে ক্যাবিনেট মিনিস্টার মদন কৌশক প্রধান অতিথি হিসাবে গিয়েছিলেন। তবে তাঁর আশঙ্কার কোনও কারণ নেই।
জানা গিয়েছে, ওই ব্যক্তি রেশন কিট নিয়ে চলে যাওয়ার পরেই তিনি অনুষ্ঠানে আসেন। করোনা সংক্রমণ জেনে বুঝে ছড়িয়ে দেওয়ার সম্ভাবনা তৈরি করার জন্য আইপিসি ১৮৮ ও ৩০৭ ধারায় মামলা রজু করা হয়েছে। বর্তমানে ওই ব্যক্তি হরিদ্বারের মেলা হাসপাতালের করোনা ইউনিটে রয়েছেন বলে জানা গিয়েছে। ২১ মে ওই ব্যক্তির রিপোর্টে করোনা পজিটিভ আসে। ২৫ মে বিজেপির সেন্টারে যোগ দেন।