নয়াদিল্লি: মাত্র ৩ থেকে ৫ দিনে নির্মূল হয়ে যাবে পতঞ্জলির ওষুধে! করোনা রুখতে যোগগুরু রামদেবের ওষুধ আবিষ্কারের দাবি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে৷ ওষুধ আবিষ্কারের ঘোষণার পর রামদেবের সংস্থার থেকে বিস্তারিত তথ্য রামদেবের কাছ থেকে চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক৷ গুণাগুণ পরীক্ষা না করে এই ওষুধের বিজ্ঞাপন, প্রচার, বিক্রি করা যাবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে মন্ত্রকের তরফে৷
কে প্রথম তৈরি করবে করোনা প্রতিষেধক? এই নিয়ে গোটা বিশ্বজুড়ে চলছে গবেষণা৷ চলছে গবেষণার প্রতিযোগিতা৷ দিনরাত এক করে গবেষকরা গবেষণা চালিয়ে গেলেও মেলেনি এখনও সাফল্য৷ কিন্তু এর মধ্যেই যোগগুরু রামদেব দাবি করেছেন, তার সংস্থা করোনা নিরাময়ের ওষুধ বার করে ফেলেছে৷ যদিও এই দাবির পর ওষুধ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে আয়ুষ্মান৷ ওষুধের গুনাগুণ পরীক্ষা না হওয়া পর্যন্ত কোন ভাবেই এই ওষুধের বিজ্ঞাপন, প্রচার, বিক্রি করা যাবে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে৷
গত মঙ্গলবার যোগগুরু রামদেব দাবি করেন, করোনা প্রতিরোধে তাঁর সংস্থা আয়ুর্বেদিক ওষুধ আবিষ্কার করে ফেলেছে৷ যা মাত্র ৩-৭ দিনে নির্মূল করতে দিতে পারে করোনা৷ পরীক্ষামূলকভাবে তা সফল হয়েছে বলেও দাবি জানান রামদেব৷ এই ওষুধ প্রয়োগে করোনা ক্রান্ত রোগীদের রিপোর্ট নেগেটিভ এসেছে বলেও ঢাকঢোল পিটিয়ে সাংবাদিক বৈঠক করে দাবি করেন রামদেব৷ যদিও এর আগে রামদেব জানিয়েছিলেন, নাকে সর্ষের তেল দিলে করোনা প্রতিরোধ করা সম্ভব৷ এই নিয়ে গোটা দেশজুড়ে তৈরি হয়েছিল বিতর্ক৷ এবার আরও একধাপ এগিয়ে করোনা প্রতিরোধে ওষুধ আবিষ্কারের রামদেবের দাবি ঘিরে তৈরি হয়েছে নয়া জটিলতা৷ বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা ছাড়া এই ওষুধ প্রয়োগ কিংবা প্রচার কিছুই করা যাবে না বলে নিষেধাজ্ঞা চাপিয়েছে কেন্দ্র সরকার৷
যোগগুরু রামদেব করোনা প্রতিরোধের আবিষ্কারের দাবি জানানোর পর ওষুধ সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছে কেন্দ্র৷ বিবৃতিতে দিয়ে জানানো হয়েছে, এই ওষুধ সংক্রান্ত সমস্ত তথ্য দিতে হবে৷ কীভাবে এই ওষুধ তৈরি হল, তা জানতে চাওয়া হয়েছে৷ কোন কোন হাসপাতালে এই ওষুধের গবেষণা করা হয়েছে, সেই তথ্য চাওয়া হয়েছে৷ ইনস্টিটিউশন এসিক্স কমিটির ছাড়পত্র দেওয়া হয়েছে কি না তাও জানতে চাওয়া হয়েছে৷