নয়াদিল্লি: করোনা জেরে জেরবার গোটা বিশ্ব৷ গোটা পৃথিবী এক হয়ে করোনা প্রতিষেধক আবিষ্কারের চেষ্টায় দিনরাত বিজ্ঞাপন চর্চা চালিয়ে যাচ্ছে৷ গবেষকরা লাগাতার গবেষণা চালি যাচ্ছেন৷ কিন্তু এখনও পর্যন্ত সেভাবে ধরা দেয়নি সাফল্য৷ গোটা বিশ্বজুড়ে যখন গবেষকরা বিজ্ঞাপন চর্চা করে টিকার খোঁজ করছেন, ঠিক তখন এককদম এগিয়ে নয়া দাবি জানালেন পতঞ্জলি আয়ুর্বেদের সহ-প্রতিষ্ঠাতা তথা সিইও আচার্য বালাকৃষ্ণ৷ গোটা বিশ্বের গবেষকদের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে বালাকৃষ্ণের দাবি করলেন, তাঁদের সংস্থা তৈরি ওষুধ মাত্র ৫ থেকে ১৪ দিনের মধ্যে করোনা রোগীকে সুস্থ করতে পারে৷
সংবাদসংস্থা এএনআইকে পতঞ্জলি আয়ুর্বেদের সহ-প্রতিষ্ঠাতা আচার্য বালাকৃষ্ণ জানিয়েছেন, ‘করোনার ওষুধ তৈরি করতে আমরা একটি দল গঠন করেছি৷ এরপর বিভিন্ন ভাবে চর্চা করে আমরা একটি ওষুধ তৈরি করেছি৷ কয়েকশো করোনা আক্রান্ত রোগীর উপর ক্লিনিক্যাল কেস স্টাডি করি এবং আমরা তাতে ১০০ শতাংশ অনুকূল ফল পেয়েছি৷’’ বলেও দাবি জানিয়েছেন তিনি৷ আগামী এক সপ্তাহের মধ্যে প্রমাণ প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন বালাকৃষ্ণ৷
ANI quotes Balkrishna, CEO Patanjali: We appointed a team of scientists after #COVID19 outbreak. Firstly, simulation was done & compounds were identified which can fight the virus. Then, we conducted clinical case study on many positive patients&we've got 100% favourable results pic.twitter.com/7NuPbSwUcG
— The Times Of India (@timesofindia) June 13, 2020
পতঞ্জলি আয়ুর্বেদের সহ-প্রতিষ্ঠাতা তথা সিইও আচার্য বালাকৃষ্ণের দাবি, তাঁদের সংস্থার ওষুধ ব্যবহার করলে করোনা রোগীরা ৫ থেকে ১৪ দিনের মধ্যে সেরে উঠেবেন৷ করোনা রিপোর্ট নেগেটিভ আসবে৷ আয়ুর্বেদের মাধ্যমে করোনার চিকিৎসা সম্ভব বলেও দাবি জানিয়েছেন তিনি৷ আপাতত ক্লিনিক্যাল ট্রায়াল চালছে৷ আগামী ৪-৫ দিনের মধ্যে হাত প্রমাণ চলে আসবে বলেও জানানো হয়েছে৷ যদিও, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথি ওষুধ ব্যবহারে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র৷ লাফিয়ে বাড়ছে সেই সমস্ত ওষুধের বিক্রি৷