বিদেশ থেকে ভারতে আসা যাত্রীদের কোয়ারেন্টাইন বিধি শিথিল করল সরকার

আন্তর্জাতিক বিমান যাত্রীদের সফরকালে নির্ধারিত সময়ের আগেই ৯৬ ঘন্টার মধ্যে আরটি-পিসিআর টেস্ট করাতে হবে। পোর্টালে জরুরিভিত্তিতে বা সময়মতো  আরটি-পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট জমা না দিলে রাজ্যের বাধ্যতামূলক নিয়ম বিধি মেনে সেই যাত্রীদের দুটি পর্যায়ে কোয়ারেন্টাইনে থাকতেই হবে।

মুম্বই: করোনা আবহে মুম্বাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ ফেরত বা বিদেশে ভ্রমনকারী যাত্রীদের জন্য কোয়ারেন্টাইন বিধি শিথিল করার সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার। এই যাত্রীদের ধকল কমানোর লক্ষ্যে এবং বিমানবন্দর থেকে যাতায়াতের সময় করোনা বিধি মেনে প্রক্রিয়াকরণের সময় কমাতেই যৌথভাবে এই সিদ্ধান্ত নিল অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এবং মহারাষ্ট্র সরকার। 

 

এক বিবৃতিতে, ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (সিএসএমআইএ) জানিয়েছে, আন্তর্জাতিক বিমানের  যাত্রীদের এখন থেকে আর বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে থাকতে হবেনা। যাত্রীদের কোয়ারেন্টাইন নিয়মবিধি শিথিলের বিষয়টি স্পষ্ট করে দিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যে, জরুরী কারণে আন্তর্জাতিক বিমান যাত্রীদের সফরকালে নির্ধারিত সময়ের আগে ৯৬ ঘন্টার মধ্যে আরটি-পিসিআর টেস্ট করাতে হবে। এই পদক্ষেপ অনুসারে যাত্রার নির্ধারিত সময়ের ৭২ ঘণ্টা আগে তাদের সুস্থতার প্রমাণ দিতে টেস্টের প্রমাণ সহ সেল্ফ ডিক্লেয়ারেশন ফর্ম অনলাইনে জমা করতে হবে। সুতরাং এক্ষেত্রে শুধুমাত্র এই যাত্রীদের জন্যই কোয়ারেন্টাইন বিধি শিথিল করা হবে যা মহারাষ্ট্র সরকারের তরফে বাধ্যতামূলক করা হয়েছে।

আন্তর্জাতিক বিমান যাত্রীদের জন্য মহারাষ্ট্র সরকারের যে বাধ্যতামূলক নিয়ম বিধি রয়েছে, সেই অনুসারে এই যাত্রীদের দুটি পর্বে কোয়ারেন্টাইনে থাকতে হবে। প্রথম সাত দিন বিমানবন্দরের পক্ষ থেকে এবং পরের সাত দিন নিজের বাড়িতে। এছাড়াও, বিমানবন্দর কর্তৃপক্ষ ও বিমানবন্দর স্বাস্থ্য সংস্থা (এপিএইচও) যৌথ উদ্যোগে, বিদেশ ফেরত সেই সমস্ত যাত্রীদের জন্য একটি গ্রিন চ্যানেল তৈরি করেছে, যারা অনলাইন পোর্টালে আগে থেকেই আবেদন করবেন তাদের জন্য। অন্যদিকে, পোর্টালে জরুরিভিত্তিতে বা সময়মতো  আরটি-পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট জমা না দিলে রাজ্যের বাধ্যতামূলক নিয়ম বিধি মেনে সেই যাত্রীদের দুটি পর্যায়ে কোয়ারেন্টাইনে থাকতেই হবে। তবে ঘরোয়া এবং আন্তর্জাতিক বিমানের সমস্ত বিমান যাত্রীদের ক্ষেত্রেই থার্মাল স্ক্রীনিং বাধ্যতামূলক থাকছে বলেও জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *