বিদেশ থেকে ফিরে পার্টি! উল্লাস থামিয়ে করোনা আক্রান্ত গায়িকা কণিকা

বিদেশ থেকে ফিরে পার্টি! উল্লাস থামিয়ে করোনা আক্রান্ত গায়িকা কণিকা

মুম্বই: হলিউডের পর করোনার থাবা এবার বলিউডে। করোনায় আক্রান্ত হলেন গায়িকা কণিকা কাপুর। এই মুহূর্তে তিনি লখনউতে রয়েছেন। তাঁর গোটা পরিবারকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
 
জানা গিয়েছে, ৪১ বছরের এই গায়িকা কিছুদিন আগে লন্ডনে গিয়েছিলেন। ১৫ মার্চ তিনি দেশে ফেরেন। কিন্তু বিদেশ থেকে ফিরে কোয়ারেন্টাইনে যাননি তিনি। উলটে লখনউয়ের একটি পাঁচতারা হোটেলে একটি পার্টির আয়োজন করেন তিনি। সেখানে নিমন্ত্রিত ছিলেন অনেক তাবড় ব্যক্তিত্ব। এরপরই তাঁর শরীরে কোভিড-১৯-এর সন্ধান মেলে। লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটি হাসপাতালে তাঁকে ভরতি করা হয়েছে।

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা দুই শতাধিক। শুধু মহারাষ্ট্রে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত ৫২ জন।মহারাষ্ট্রের চারটি শহর লক ডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, পুনে, পিমরি চিনচাঁদ, মুম্বই ও নাগপুর ৩১ মার্চ পর্যন্ত লক ডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহারাষ্ট্রের করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে।  করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দ্রুত ছড়িয়ে পড়া রুখতেই এই সিদ্ধান্ত।
করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা করতে নাগপুরের হাসপাতালগুলো প্রস্তুত করা হয়েছে বলে জানা গিয়েছে। অন্য দিকে দিল্লি প্রশাসনের তরফে জানানো হয়েছে, রবিবার মেট্রো পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্য দিকে, কেজরি সরকার সমস্ত শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। টুইটে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল জানিয়েছেন, সমস্ত শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকান ও  ওষুধের দোকান খোলা থাকবে।

লাদাখ প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সমস্ত অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুজরাটে পাঁচ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়ে গিয়েছে। রাজকোটের একজন, আহমেদাবাদগের দুইজন, ভদদোরা ও সুরাটে একজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে। সুরাটের একাংশে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। উত্তর প্রদেশের তিন জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে। উত্তর প্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =