নয়াদিল্লি: ২৬ বছর পর দীপাবলি পরের দিন সূর্যগ্রহণ দেখবে ভারতবাসী। ২৫ অক্টোবর, মঙ্গলবার দুপুর ২টা ২৯ মিনিটে আংশিক সূর্যগ্রহণ শুরু হবে। সর্বোচ্চ গ্রহণ হবে বিকেল সাড়ে ৪টে এবং গ্রহণ শেষ হবে সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে। সূর্যের মাত্র ৪ শতাংশ আড়াল করতে পারবে চাঁদ।
আরও পড়ুন- কিঞ্চিৎ কমল দেশের কোভিড গ্রাফ, দীপাবলীতে স্বস্তি থাকল
ভারতে কোন কোন শহরে গ্রহণ দেখা যাবে? রাজানী দিল্লির পাশাপাশি সূর্যগ্রহণ দেখা যাবে লুধিয়ানা, আগ্রা, চণ্ডীগড়, উজ্জয়িনী, মথুরা, মুম্বই, পুনে, আহমেদাবাদ, সুরাট, জয়পুর, ইন্দোর, থানে, ভোপাল, পোরবন্দর, গান্ধীনগর, সিলভাসা, সুরাট এবং পানাজি থেকে গ্রহণ দেখা যাবে। প্রায় এক ঘণ্টা ধরে সূর্যগ্রহণ দৃশ্য হবে৷ তবে সবচেয়ে বেশি সময় সূর্যগ্রহণ দৃশ্য হবে গুজরাটের দ্বারকা থেকে৷ কলকাতা থেকে গ্রহণ দেখা যাবে মাত্র ১২ মিনিটি। বিকেল ৪টে ৫১ মিনিট থেকে ৫টা ৪ মিনিট পর্যন্ত সূর্যগ্রহণ দৃশ্য হবে৷
এছাড়া পাটনা, বারাণসী, হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, লখনউ, কানপুর, নাগপুর, বিশাখাপত্তনম, ম্যাঙ্গালুরু, কোয়েম্বাটুর, উটি এবং তিরুবনন্তপুরম থেকেও গ্রহণ দৃশ্য হবে৷ তবে উত্তর-পূর্ব ভারতের আইজল, ডিব্রুগড়, ইম্ফল, ইটানগর, কোহিমা, শিলচর এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্চ থেকে সূর্যগ্রহণ দেখা যাবে না।
ভারত ছাড়া মঙ্গলবার সূর্যগ্রহণ দেখা যাবে ইউরোপ, মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, এশিয়ার পশ্চিম অংশে, আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগ এবং ভারত মহাসাগরের উত্তর ভাগ থেকে। পরবর্তী আংশিক সূর্যগ্রহণ হবে ২০২৭ সালের ২ অগাস্ট।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>