নয়াদিল্লি: লোকসভায় সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রুখতে এবার মাঠে নামল কেন্দ্র৷ গুজব ও ভুয়ো খবর রুখতে ফেসবুক কর্তৃপক্ষকে কড়া হুঁশিয়ারি তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সংসদীয় কমিটির৷
বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরের নেতৃত্বে গড়ে ওঠা সংসদীয় কমিটিকে ফেসবুকের তরফে জানানো হয়, নির্বাচনে সোশ্যাল মিডিয়া সাইটে কেউ বিজ্ঞাপন দিলে তার তথ্য বিশেষ ওয়েবপেজ জানানো হবে৷ এমনকী, ভুয়ো খবর রুখতেও ফেসবুক কড়া ব্যবস্থা নেবে বলেও জানানো হয়েছে৷ ফেসবুক ছাড়াও হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের প্রতিনিধিদের তলব করে সংসদীয় কমিটি৷ ভুয়ো খবর রুখতে নিজেদের ভূমিকা তুলে ধরেন সোশ্যাল সাইটের প্রতিনিধিরা৷
Anurag Thakur, Chairman, Parliamentary IT Committee: They accepted there is a need for corrective measures & that they’re ready for them. They have said they will be in touch with the Election Commission & work on the information provided by the concerned ministries. https://t.co/pjDkGT5WXq
— ANI (@ANI) March 6, 2019