অলিম্পিক্স থেকে ভিনেশ বাদ পড়তেই ‘ষড়যন্ত্র’ দেখছেন বিরোধীরা, উত্তাল সংসদ

নয়াদিল্লি: প্যারিসে স্বপ্নভঙ্গ! অলিম্পিক্সে কুস্তির ফাইনাল থেকে ছিটকে গেলেন ভিনেশ ফোগাট৷ প্রতিযোগিতা থেকে তাঁর বাদ পড়া নিয়ে দিল্লিতে উত্তাল হয়ে উঠল সংসদ। বিরোধীরা অভিযোগ করলেন,…

নয়াদিল্লি: প্যারিসে স্বপ্নভঙ্গ! অলিম্পিক্সে কুস্তির ফাইনাল থেকে ছিটকে গেলেন ভিনেশ ফোগাট৷ প্রতিযোগিতা থেকে তাঁর বাদ পড়া নিয়ে দিল্লিতে উত্তাল হয়ে উঠল সংসদ। বিরোধীরা অভিযোগ করলেন, ফাইনালে পৌঁছনোর পর এভাবে প্রতিযোগিতা থেকে ভিনেশের বাদ যাওয়ার ঘটনা সাধারণ নয়৷ এর পিছনে কোনও ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে৷ এমনকি, এতে ভারত সরকারের হাত থাকতে পারে বলেও দাবি তুলেছে বিরোধীরা৷

বুধবার ভিনেশের বাদ পরার খবর প্রকাশ্যে আসতেই এক্স হ্যান্ডলে পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিনেশকে সান্ত্বনা দিয়ে সেই পোস্টে মোদী লিখেছেন, ‘‘তুমি বরাবরই চ্যালেঞ্জ নিতে ভালোবাসো। আমার বিশ্বাস তুমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। আমরা তোমার পাশে আছি।’’

ভিনেশ ফোগাট ফাইনালে পৌঁছনোর পরেই কেন্দ্র বনাম কুস্তিগীরদের আন্দোলনের বিষয়টি নিয়ে নতুন করে চার্চার কেন্দ্রে উঠে আসে। ইন্টারনেটে ভাইরাল হতে থাকে ভারতীয় কুস্তি সংগঠনের প্রাক্তন প্রধান ব্রিজভূষণ সিং-এর বিরুদ্ধে কুস্তিগীরদের আন্দোলনে সামনের সারিতে থেকে বিনেশের লড়াই করার ছবি। এরই মধ্যে ফাইনালে নামর আগে বুধবার সকালে ওজন মাপার সময় দেখা যায় ১০০ গ্রাম ওজন বেশি রয়েছে তাঁর৷ তার পরই দঙ্গল-কন্যাকে জানিয়ে দেওয়া হয় তিনি ফাইনালে নামতে পারবেন না।

 

এদিকে, বিরোধিতার মুখে সাংসদদের আরেকটি অংশের বক্তব্য, ভিনেশ পদক জিতলে ভারতেরই জয় হত৷ অলিম্পিক্স পদকের সংখ্যা বাড়ত। তিনি সোনা পেলে মোদী সরকারেরই সম্মান বাড়ত। অযথা কেন তাঁর বিরোধিতা করতে যাবে মোদী সরকার?