ডেটা প্রোটেকশন বিল নিয়ে আলোচনা, ফেসবুক-টুইটারকে পার্লামেন্ট প্যানেলে হাজিরার নির্দেশ

নয়াদিল্লি: সোশ্যাল সাইট ফেসবুক এবং টুইটারের তথ্য সুরক্ষা এবং গোপনীয়তার বিষয় নিয়ে কথা বলতে সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের যৌথ সংসদীয় কমিটিতে হাজির হতে বলা হয়েছে। পার্সোনাল ডেটা প্রটেকশন বিল ২০১৯ প্রকাশের পর এই আওয়াভুক্ত হয়েছে সংস্থাগুলি। কংগ্রেসের উদ্বেগ প্রকাশের পর তথ্য সুরক্ষা সংক্রান্ত বিষয়ে খতিয়ে দেখতে স্টেকহোল্ডারকে একটি সংক্ষিপ্ত বিবরণ দিতে বলা হয়েছে।

নয়াদিল্লি: সোশ্যাল সাইট ফেসবুক এবং টুইটারের তথ্য সুরক্ষা এবং গোপনীয়তার বিষয় নিয়ে কথা বলতে সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের যৌথ সংসদীয় কমিটিতে হাজির হতে বলা হয়েছে। পার্সোনাল ডেটা প্রটেকশন বিল ২০১৯ প্রকাশের পর এই আওয়াভুক্ত হয়েছে সংস্থাগুলি। কংগ্রেসের উদ্বেগ প্রকাশের পর তথ্য সুরক্ষা সংক্রান্ত বিষয়ে খতিয়ে দেখতে স্টেকহোল্ডারকে একটি সংক্ষিপ্ত বিবরণ দিতে বলা হয়েছে।

শুক্রবার সকাল ১১ টায় কমিটির সামনে ফেসবুক কর্মকর্তাদের উপস্থিত হতে হবে। লোকসভা সচিবালয়ের জারি করা নোটিশ অনুযায়ী, ২৮ অক্টোবর টুইটার কর্মকর্তাদের বক্তব্য পেশ করা হবে। বৃহস্পতিবার, মুম্বইয়ের ফোরাম ফর ইন্টিগ্রেটেড সিকিউরিটির পালা ছিল। তারা বিকেলে সংসদ ভবনে কমিটির সঙ্গে বৈঠক করে। বিজেপির সংসদ সদস্য মীনাক্ষী লেখির নেতৃত্বাধীন কমিটির এজেন্ডা নোটে, পার্সোনাল ডেটা প্রটেকশন বিল, ২০১৯ এর আওতায় ফেসবুক ইন্ডিয়া অনলাইন সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের মৌখিক প্রমাণের কথা বলা হয়েছে। 

গতবছর সংসদে বিলটির খসড়া প্রবর্তনের সময় কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ বলেছিলেন যে এই বিলে ফেসবুক ও গুগলের মতো সংস্থার ব্যক্তিগত এবং ব্যক্তিগত নয় এমন তথ্য সরকারকে দেওয়ার জন্য বদ্ধ থাকবে। তবে বিরোধী দল কংগ্রেস কিছু ক্ষেত্রে এই জাতীয় ডেটা ব্যবহার সম্পর্কে উদ্বেগে ছিল। বিশেষত যেখানে জাতীয় নিরাপত্তা জড়িত, সেই সংক্রান্ত তথ্য নিয়েই উঠছিল প্রশ্ন। আইন বিশেষজ্ঞদের একটি দলও এই বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছিল। তাদের বক্তব্য ছিল, এই নীতি সরকারকে ব্যবহারকারীর ব্যক্তিগত ডেটাকে অ্যাক্সেস দেবে। পরে বিষয়টি শ্রীমতি লেখির নেতৃত্বাধীন যৌথ সংসদীয় কমিটিতে প্রেরণ করা হয়।

মীনাক্ষী লেখি জানিয়েছেন, কোনও ব্যক্তি বা সত্তার ক্ষেত্রে প্রয়োজন হলে তথ্য সংরক্ষণ এবং তার গোপনীয়তা সম্পর্কিত বিষয়ে প্যানেলের সামনে পদক্ষেপ নেওয়ার জন্য বলা হবে। তাদের নিজস্ব মিডিয়া প্ল্যাটফর্মগুলি প্যানেলটি ভালভাবে পরীক্ষা করা হবে বলেও জানান তিনি। কমিটিতে রাজনৈতিক প্রতিনিধিও রয়েছেন। জানা গিয়েছে, বিল নিয়ে আলোচনাটি জাতীয় স্বার্থের দৃষ্টিভঙ্গি থেকে অনুষ্ঠিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *