পরেশের ‘শাস্তি’র নিদানে তুমুল শোরগোল

দিল্লি: এককালের গেরুয়া ‘রাজনীতিক’ বুথ থেকে বেরিয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভোট না দেওয়ার শাস্তির যা নিদান দিলেন, তাতে শোরগোল। লোকসভার পঞ্চম দফায় মুম্বইতে সাতসকালে ভোট…

দিল্লি: এককালের গেরুয়া ‘রাজনীতিক’ বুথ থেকে বেরিয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভোট না দেওয়ার শাস্তির যা নিদান দিলেন, তাতে শোরগোল।

লোকসভার পঞ্চম দফায় মুম্বইতে সাতসকালে ভোট দিলেন পরেশ রাওয়াল। এই প্রবীণ বলিউড অভিনেতার সঙ্গে মোদির দারুণ সখ্যতা। ২০১৪ সালের লোকসভা ভোটে পূর্ব আহমেদাবাদ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতে সাংসদ হয়েছিলেন পরেশ রাওয়াল। ওই বছরই আবার পদ্মশ্রীতে ভূষিত হন তিনি। গেরুয়া শিবিরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা দীর্ঘদিন ধরেই। সেই পরেশ রাওয়াল সোমবার গণতন্ত্রের উৎসবে যোগ দিয়েই ফের বিস্ফোরক মন্তব্য করে বসলেন। বললেন, “ভোট না দিলেই কড়া শাস্তি হওয়া উচিত।” দর্শক-অনুরাগীদের প্রিয় ‘বাবু ভাইয়া’র মন্তব্য, “গণতান্ত্রিক অধিকার প্রয়োগ না করেই লোক বলে সরকার এটা করেনি, ওই কাজ হয়নি। আর আজ যদি আপনি মতদান না করেন, তাহলে তার দোষ আপনার। ভোট না দিয়েই যিনি সরকারের উপর দোষ চাপান। ভোট না দিলে শাস্তি দেওয়া উচিত। যাঁরা ভোটদান করেন না তাঁদের হয় ট্যাক্স বাড়িয়ে দেওয়া উচিত, নয়তো অন্য কোনও শাস্তি দেওয়া উচিত তাঁদের।” তাঁর এমন নিদান শুনেই নেটপাড়ার একাংশের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *