আধার-প্যান লিঙ্ক করেছেন? শেষ হচ্ছে সময়সীমা, কী ভাবে করবে? পড়ুন বিস্তারিত

আধার-প্যান লিঙ্ক করেছেন? শেষ হচ্ছে সময়সীমা, কী ভাবে করবে? পড়ুন বিস্তারিত

নয়াদিল্লি: ক্রমেই এগিয়ে আসছে আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার ডেডলাইন৷ এর আগে বলা হয়েছিল, ৩১ মার্চের মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করে ফেলতে হবে৷ কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সাধারণ মানুষকে যাতে সমস্যার মুখে পড়তে না হয়, সেজন্য গত মার্চ মাসেই আধার লিঙ্কের শেষ তারিখ বাড়ানোর কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ প্যান কার্ডকে আধারের সঙ্গে লিঙ্ক করার সময়সীমা বাড়িয়ে ৩০ জুন ২০২০ ঘোষণা করা হয়৷  কিন্তু সেই সময়সীমাও শেষ হতে চেলেছে৷ 

নতুন প্যান কার্ড পাওয়ার জন্য আধার কার্ড থাকা শুধু বাধ্যতামূলকই নয়৷ ইনকাম ট্যাক্স রিটার্ন (আইটিআর)-এর ক্ষেত্রেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ 

কী ভাবে প্যান-আধার লিঙ্ক করতে হবে-
*প্যান-আধার লিঙ্কের জন্য সবার আগে ইনকামট্যাক্স বা আয়কর বিভাগের ওয়েবসাইটে ঢুকতে হবে৷ 
* এর পর প্যান এবং আধার নম্বর এন্টার করতে হবে৷ দিতে হবে আধারে উল্লিখিত নাম৷ 
* আধার কার্ডে জন্ম সাল উল্লেখ থাকলে, বক্সে ক্লিক করতে হবে৷
* ক্যাপচা কোর্ড এন্টার করুন৷ (দৃষ্টিহীনদের জন্য ক্যাপচার বদলে রেজিস্টার মোবাইল নম্বরে পাঠানো হবে ওটিপি)
* সবশেষ ‘লিঙ্ক আধার’-এর উপর ক্লিক করুন৷ 

প্যান-আধার লিঙ্ক এসএমএস-
এসএমএস-এর মাধ্যমে প্যান-আধার লিঙ্ক করাতে হলে রেজিস্টার মোবাইল নম্বর থেকে ৫৬৭৬৭৮ ( 567678) কিংবা ৫৬১৬১ (56161) নম্বরে এসএমএস পাঠাতে হবে৷  UIDPAN
এই ফর্ম্যাটে এসএমএস করতে হবে৷ এনএসডিএল বা ইউটিআই এর জন্য কোনও চার্জ ধার্য করবে না৷ 
 

প্যান-আধার লিঙ্ক স্ট্যাটাস-
* প্যান-আধার লিঙ্ক স্ট্যাটাস জানতে www.incometaxindiaefiling.gov.in/aadhaarstatus ওয়েবসাইটে ভিজিট করুন৷ 
* প্যান এবং আধার নম্বর এন্টার করুন৷
* এরপর ‘ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস’ –এ ক্লিক করুন৷ 

 

প্যান-আধার সংযোগ না করলে কী হবে-
বর্তমান আয়কর আইন অনুযায়ী আধারের সঙ্গে প্যান লিঙ্ক না হলে অকেজো হয়ে যাবে আপনার প্যান কার্ড৷  ইনভেসমেন্ট এবং আয়কর বিশেষজ্ঞ বলবন্ত জৈন বলেন, ‘‘আপনি যদি আধার নম্বরের সঙ্গে প্যান লিঙ্ক না করান, তাহলে আপনার কার্ডটি অকেজো হয়ে যাবে৷ এর অর্থ নির্দিষ্ট সময়ের পর আর প্যান কার্ডটি ব্যবহার করা যাবে না৷ তবে এর মাধ্যমে অতীতে যে সকল লেনদেন হয়েছে, তা বৈধ থাকবে৷ তবে সময়সীমার মধ্যে আধার-প্যান লিঙ্ক না হলে আইটিআর ফাইল করা যাবে না৷’’

 

প্যান কার্ড অকেজো হলে কী হতে পারে-
ডেডলাইনের মধ্যে আধার-প্যান লিঙ্ক না করা হলে, আয়কর আইনের ২৭২ বি ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা হতে পারে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =