মুম্বই: পুলিশি হেপাজতে সংক্রমণের শিকার হলেন পালঘর সাধু হত্যার এক অভিযুক্ত৷ করোনা উপসর্গ নিয়ে প্রথমে পালঘর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ রকে জেজে হাসপাতালের প্রিজনার ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে৷ ওই অভিযুক্ত হাজতে ২০ জনের সঙ্গে ছিলেন৷ সেখান থেকেই তিনি করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে৷
মহারাষ্ট্রের পালঘরে শিশুচুরির ঘটনায় তিন সাধুকে পিটিয়ে হত্যা করার অভিযোগ ওঠে৷ ঘটনায় পুলিশ ১০০ জন গ্রামবাসীকে গ্রেপ্তার করেছে৷ অভিযুক্তদেক মধ্যে নয় জন নাবালক রয়েছে বলে জানা গিয়েছে৷ পরে গ্রামের প্রবীণ দুই নাগরিককে সাধু হত্যার ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে গ্রেপ্তার করা হয়৷ ধৃতদের আদালত ১৩ মে পর্যন্ত পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছে৷ কিন্তু পুলিশি হেপাজতের মধ্যেই করোনা সংক্রমণ বন্দিদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে বলে জানা গিয়েছে৷ যাদের সঙ্গে আক্রান্ত ছিল, তাদের ওপর নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে৷
গত ১৬ এপ্রিল কান্দিভলি যাওয়ার পথে পালঘরের গাডচিঞলে গ্রামে গাড়ি থামিয়ে টেনে নামিয়ে গণপিটুনিতে হত্যা করা হয় দুই সন্ন্যাসিকে। মারধর করা হয় গাড়িচালককেও। ভিডিয়ো ফুটেজে দেখা গিয়েছে, ঘটনায় যুক্ত ছিলেন প্রায় ৫০০ গ্রামবাসী।