নয়াদিল্লি: ভারতের সঙ্গে মিশে যাবে পাকিস্তান৷ তাও আবার পাঁচ-সাত বছরের মধ্যেই৷ খুবই সহজেই কেনা যাবে পাকিস্তানে জমি-বাড়ি৷ ভারত-পাকিস্তান মিশে গেলে বন্ধ হবে সীমান্তের সন্ত্রাস৷ রবিবার দেশের রাজনীতিতে নয়া খোরাক উপহার দিলেন আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার৷
মুম্বইয়ের একটি অনুষ্ঠানে আরএসএস নেতার মন্তব্য, ‘‘পাঁচ-সাত বছর অপেক্ষা করুন৷ তারপরই করাচি-লাহোর-রাওয়ালপিন্ডিতে জমি-বাড়ি কিনতে পারবেন৷ করতে পারবেন ব্যবসা৷’’ কিন্তু, কীভাবে তা সম্ভব? জবাবে আরএসএস নেতার যুক্তি, ‘‘১৯৪৭ সালের আগে পাকিস্তান বলে কোনও দেশের অস্তিত্ব ছিল না৷ তখন বলা হত হিন্দোস্তান৷ ২০২৫ সালের পর ফের পাকিস্তান ভারতের অংশ হবে৷ আমি কথা দিয়ে গেলাম৷ এটাই হতে চলেছে৷’’ তবে, এখানেই থামেননি এই নেতা৷ এয়ার স্ট্রাইকের ইস্যু খুঁচিয়ে তুলে বলেন, ‘‘সেনাবাহিনীর প্রশংসা করতে গিয়ে তাঁদের কাছে যারা প্রমাণ চান আর মোদি বিরোধীতা করতে গিয়ে পাকিস্তানের প্রতি প্রেম দেখান, সেইসব গদ্দারদের জন্য কড়া আইন আনুক সরকার৷ এটাই আমার দাবি৷’’