অভিনন্দনকে ভারতে ফেরাতেই সামান্তে গুলি পাকিস্তানের

উয়ং কম্যান্ডার অভিনন্দনকে প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু হতেই জম্মু-কাশ্মীরের নৌসেরা সেক্টরে পাকিস্তান আর্মির সংঘর্ষ বিরতি লঙ্ঘন৷ জবাব দিচ্ছে ভারতীয় সেনা৷ এদিন একই সঙ্গে উরি সেক্টর সীমান্তে পাক সেনার গুলি বর্ষণ করে বলে জানা গিয়েছে৷ জম্মু ও কাশ্মীরের কুপওয়ারাতে সেনা-জঙ্গি গুলির লড়াই এখনও জারি রয়েছে বলে খবর৷ অবশেষে দেশে ফিরছেন উয়ং কম্যান্ডার অভিনন্দন৷ ওয়াঘা সীমান্তে এসে পোঁছে

অভিনন্দনকে ভারতে ফেরাতেই সামান্তে গুলি পাকিস্তানের

উয়ং কম্যান্ডার অভিনন্দনকে প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু হতেই জম্মু-কাশ্মীরের নৌসেরা সেক্টরে পাকিস্তান আর্মির সংঘর্ষ বিরতি লঙ্ঘন৷ জবাব দিচ্ছে ভারতীয় সেনা৷ এদিন একই সঙ্গে উরি সেক্টর সীমান্তে পাক সেনার গুলি বর্ষণ করে বলে জানা গিয়েছে৷ জম্মু ও কাশ্মীরের কুপওয়ারাতে সেনা-জঙ্গি গুলির লড়াই এখনও জারি রয়েছে বলে খবর৷

অবশেষে দেশে ফিরছেন উয়ং কম্যান্ডার অভিনন্দন৷ ওয়াঘা সীমান্তে এসে পোঁছে গিয়েছেন তিনি৷ কিছুক্ষণের মধ্যেই দেশে ফিরবেন তিনি৷ আপাতত তিনি পাক প্রশাসনের হেফাজতে রয়েছেন৷ দু’দেশের মধ্যে রত্যাবর্তন প্রক্রিয়া শেষ হতে আরও আধ ঘণ্টা সময় লাগবে বলে জানা গিয়েছে৷ ভারত-পাক প্যারেড হওয়ার পরই অভিনন্দনে ভারতের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে৷ এই মুহূর্তে ওয়াঘা সীমান্তে রয়েছেন তিনি৷

উয়ং কম্যান্ডার বর্তমানের প্রত্যাবর্তনের মুক্তি দেওয়ার ঘোষণা পাক সংসদে জানিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ আজ, অভিনন্দনকে মুক্তি দেওয়ার কথা থাকলেও একের পর এক পাক নাটকে বিলম্ব হয় অভিনন্দন বর্তমানের দেশে প্রত্যাবর্তনের প্রক্রিয়া৷ আজ দুপুরে দেশে ফেরানোর কথা থাকলেও পাকিস্তানের তরফে তিনবার বিবৃতি বদল করা হয়৷ পরে, জানিয়ে দেওয়া হয়, অভিনন্দন বর্তমানের প্রত্যাবর্তন হতে সন্ধ্যা হয়ে যাবে৷ পরে, আজ, বিকালে ওয়াঘা সীমান্তে আনা হয়৷

জানা গিয়েছে, পাকিস্তানের ইসলামাবাদ থেকে লাহৌর হয়ে ভারতে ফেরানো হবে অভিনন্দনকে৷ সড়কপথে ওয়াঘা সীমান্তে দিয়েই দেশে পা রাখবেন তিনি৷ সেখান থেকে বিমানে দিল্লি নিয়ে আসা হবে বায়ুসেনার পাইলটকে৷ ইতিমধ্যেই তাঁকে বরণ করতে ওয়াঘা মান্তে শুরু হয়েছে উৎসব৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 4 =