ভারতীয় সেনা ছাউনি ভাঙতে কটি যুদ্ধবিমান পাঠায় পাকিস্তান? তথ্য ফাঁস কেন্দ্রের

নয়াদিল্লি: মুখে শান্তির বার্তা দিলেও পাকিস্তানের রক্তে রয়েছে দ্বিচারিতা৷ ফের একবার সেই তত্ত্বকেই প্রমাণ দিল ভারত৷ পাক জঙ্গি ঘাঁটি ধ্বংস করার বদলা নিতে ভারতে কমপক্ষে ২০টি যুদ্ধা বিমান পাঠিয়েছিল পাকিস্তান৷ লক্ষ্য ছিল ভূস্বর্গের সমস্ত ভারতীয় সেনার ছাউনি উড়িয়ে দেওয়া৷ সীমান্ত লাগোয়া গ্রামে বোমা বর্ষণ করে প্রভূত ক্ষতি করাই ছিল পাকিস্তানের লক্ষ্য৷ বৃহস্পতিবার ঠিক এমনই চাঞ্চল্যকর

ভারতীয় সেনা ছাউনি ভাঙতে কটি যুদ্ধবিমান পাঠায় পাকিস্তান? তথ্য ফাঁস কেন্দ্রের

নয়াদিল্লি: মুখে শান্তির বার্তা দিলেও পাকিস্তানের রক্তে রয়েছে দ্বিচারিতা৷ ফের একবার সেই তত্ত্বকেই প্রমাণ দিল ভারত৷ পাক জঙ্গি ঘাঁটি ধ্বংস করার বদলা নিতে ভারতে কমপক্ষে ২০টি যুদ্ধা বিমান পাঠিয়েছিল পাকিস্তান৷ লক্ষ্য ছিল ভূস্বর্গের সমস্ত ভারতীয় সেনার ছাউনি উড়িয়ে দেওয়া৷ সীমান্ত লাগোয়া গ্রামে বোমা বর্ষণ করে প্রভূত ক্ষতি করাই ছিল পাকিস্তানের লক্ষ্য৷ বৃহস্পতিবার ঠিক এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে নিরাপত্তা পরিষদে পূর্ণঙ্গ ব্যাখ্যা দিতে চলেছে ভারত৷

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পুলওয়ামা হামলার পর ভারতের তরফে পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়েছে৷ ওই অভিযোনে কোনও পাক নাগরিক ও সেনা ক্যাম্পে আঘাত হানা হয়নি৷ কিন্তু, পাকিস্তান, ওই ঘটনার বদলা নিতে ভারতের আকাশসীমা পেরিয়ে ২০টি যুদ্ধবিমান আক্রমণের জন্য পাঠায়৷ তার পাল্টা জবাবও দেওয়া হয়৷ গোটা ঘটনায় পাকিস্তান এক পাইলটকেও আটক করে রাখে৷ এদিন প্রতিরক্ষা মন্ত্রকের তরফে সীমান্তে উত্তেজনা বাড়ানোর জন্য পাকিস্তানকেই দায়ী করে তথ্য প্রকাশ করা হয়৷ ভারত সরকার মনে করছে, বায়ুসেনার ওই উইং কমান্ডারকে পণবন্দি করতে চাইছে পাকিস্তান। কান্দাহার-কাণ্ডের মতো ওই পাইলটকে আটকে রেখে ভারতের উপর চাপ সৃষ্টি করার পরিকল্পনা নিয়েছে ইমরান খানের দেশ৷ এনিয়েও নিরাপত্তা পরিষদে অভিযোগ তোলা হয় ভারতের তরফে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − 4 =