pakistan
ইসলামাবাদ: বুধবার, ২৩ আগস্ট নতুন ইতিহাস সৃষ্টি করে ভারত চাঁদের মাটিতে পা দিয়েছে। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদে গিয়েছে ভারত, প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে। এই নিয়ে গোটা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়েছে। বহু দেশ ইতিমধ্যেই ভারতকে শুভেচ্ছা জানালেও ‘চুপ’ ছিল পাকিস্তান। অবশেষে তারাও প্রশংসায় পঞ্চমুখ হল। ভারতের চন্দ্রযান ৩ অভিযানকে অসামান্য সাফল্য বলে অভিহিত করল তারা।
পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মুমতাজ জারা বালোচ বলেন, ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানীরা প্রশংসার দাবিদার। তারা যা করেছেন তা অসামান্য সাফল্য। যদিও এর আগে সরকারিভাবে না হলেও পাকিস্তানের প্রাক্তন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফাওয়াদ চৌধুরি মন্তব্য করেছিলেন যে, ভারত যা করেছে তা অত্যন্ত গর্বের বিষয়। প্রচুর তরুণ বিজ্ঞানীরা এই দেখে আরও উৎসাহ পাবে। প্রসঙ্গত, বিক্রমের ল্যান্ডিংয়ের লাইভ সম্প্রচার হোক পাকিস্তানেও, এমনটাই দাবি করেছিলেন তিনি। উল্লেখ করতেই হয়, গোটা বিশ্বের একাধিক প্রথমসারির সংবাদমাধ্যম, সংবাদপত্র ভারতের এই সাফল্যের খবর করেছে প্রথম পাতাতেই। বাদ ছিল অ্যান পাকিস্তানের ‘ডন’ও।
শনিবার আবার বিদেশ সফর সেরে দেশে ফিরে ২৩ আগস্ট দিনটিকে ‘জাতীয় মহাকাশ দিবস’ বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও চন্দ্রযান-৩ চাঁদে যে জায়গায় অবতরণ করেছে তার নামকরণ করেছেন মোদী। নাম রাখা হয়েছে ‘শিবশক্তি’। শুধু তাই নয়, ২০১৯ সালে চন্দ্রযান-২ চাঁদের যে জায়গায় ভেঙে পড়েছিল, সে জায়গারও নাম দিয়েছেন তিনি। তা হল ‘তিরঙ্গা’।