শ্রীনগর: সীমান্তে পাক সেনার লাগাতার সংঘর্ষবিরতি লঙ্ঘন। জম্মু কাশ্মীরের পুঞ্চের কেরনি ও শাহপুর সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাক সেনা৷ কোনও প্ররোচনা ছাড়াই তারা সীমান্তে উত্তেজনা বাড়িয়ে হেভি শেলিং শুরু করে বলে অভিযোগ৷ পালটা গুলিতে জবাব দেয় ভারতীয় সেনাবাহিনীও। দুপক্ষের মধ্যে এই গুলি বিনিময় চলাকালীন পাক সেনার গুলিতে গুরুতর আহত হন এক পুলিস আধিকারিক। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
অন্যদিকে, এবার কাশ্মীরের খিস্তওয়ারে পার্সোনাল সিকিউরিটি অফিসারের কাছ থেকে একে-৪৭ রাইফেল ছিনিয়ে নিয়ে পালাল জঙ্গি৷ দলীপ কুমার নামে ওই অফিসারের দাবি, মুখোশধারী কিছু লোক তাঁর বাড়ি ঢুকে একে ৪৭ রাইফেল, গুলি ও মোবাইল নিয়ে পালিয়ে যায়৷ পালানোর আগে তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের হুমকি দিয়ে যায় বলেও অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সিনিয়র পুলিস অফিসাররা৷ গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয়েছে তল্লাশি৷ ওই পিএসওকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷