রোহিঙ্গাদের জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছে আইএসআই, ভারতে বড় হামলার ছক!

পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই বাংলাদেশে আশ্রয় নেওয়া ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে ভারতীয় গোয়েন্দা সূত্রের খবরI বাংলাদেশের জঙ্গি সংস্থা জেএমবির জন্য আইএসআই প্রশিক্ষণ দিচ্ছে বলে জানা গিয়েছে৷ প্রশিক্ষণ পাওয়ার পর জঙ্গিরা ভারতে হামলা করবে বলে আশঙ্কা করা হয়েছে৷

নয়াদিল্লি: পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই বাংলাদেশে আশ্রয় নেওয়া ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে ভারতীয় গোয়েন্দা সূত্রের খবরI বাংলাদেশের জঙ্গি সংস্থা জেএমবির জন্য আইএসআই প্রশিক্ষণ দিচ্ছে বলে জানা গিয়েছে৷ প্রশিক্ষণ পাওয়ার পর জঙ্গিরা ভারতে হামলা করবে বলে আশঙ্কা করা হয়েছে৷

সীমান্তে ভারতীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে, পাকিস্তান ভারতে নাশকতা করার জন্য বড়সড় ষড়যন্ত্র করছে৷ পাকিস্তা ভারত ও বাংলাদেশ সীমান্তে এই নাশকতা করার পরিকল্পনা করছে  আশঙ্কা করা হচ্ছে৷ এর জন্যই আইএসআই বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া ৪০ জন রোহিঙ্গাকে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে৷

সূত্রের খবর, এই নাশকতার জন্য সৌদি আরব ও মালয়েশিয়া থেকে অর্থ এসেছে৷ ইতিমধ্যে জেএমবি এই অর্থ গ্রহণ করেছে বলে জানা গিয়েছে৷ সেই অর্থ থেকেই জেএমবি প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে বলে গোয়েন্দা সংস্থা অনুমান করছে৷ গোয়েন্দা সংস্থাটি ভারতের জাতীয় নিরাপত্তা সংস্থাকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে  জানা গিয়েছে৷ জম্মু ও কাশ্মীরের সীমান্তে পাকিস্তান এখন আর জঙ্গি প্রশিক্ষণ দিতে পারছে না৷ কাশ্মীর সীমান্তে ভারতের কড়া নজর রয়েছে৷ তাছাড়া যে কোনও সময় ভারত সার্জিক্যাল অ্যাটাকের মতো ঘটনা ঘটাতে পারে৷ সেই কারণেই পাকিস্তান বাংলাদেশ সীমান্তকে বেছে নিয়েছে৷

গত বছরই এনআইএয়ের প্রধান ওয়াই সি মোদি জানান, বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী  ভারতে হামলার ছক কষছে৷ সেই কারণেই ভারতের বিভিন্ন প্রদেশে তারা ১২৫ জন চরকে ছড়িয়ে দিয়েছে বলেও তিনি মন্তব্য করেছিলেন৷ ওয়াই সি মোদি বলেন, জেএমবির জঙ্গিরা বাংলাদেশ থেকে আসা শরণার্থী সেজে ঝাড়খণ্ড, বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালাতে ছড়িয়ে গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + one =