যুদ্ধের নীতি ভাঙছে পাকিস্তান: সেনা

নয়াদিল্লি : বারবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান। তিন বাহিনীর বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন নৌসেনা প্রধান। সেনার তরফে জানানো হয়, ২৭ ফেব্রুয়ারি থেকে অনেকবার পাক বায়ুসেনার বিমান এদেশে ঢোকে। ২ দিনে ৩৫ বার সংঘর্ষ বিরতি করেছে পাকিস্তান। ভারতের মাটিতে বোমা ফেলেছে পাক যুদ্ধবিমান। ভারতীয় সামরিক ঘাঁটিগুলিই তাদের লক্ষ্য ছিল। তবে, ভারতে কোনও

যুদ্ধের নীতি ভাঙছে পাকিস্তান: সেনা

নয়াদিল্লি : বারবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান। তিন বাহিনীর বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন নৌসেনা প্রধান। সেনার তরফে জানানো হয়, ২৭ ফেব্রুয়ারি থেকে অনেকবার পাক বায়ুসেনার বিমান এদেশে ঢোকে। ২ দিনে ৩৫ বার সংঘর্ষ বিরতি করেছে পাকিস্তান। ভারতের মাটিতে বোমা ফেলেছে পাক যুদ্ধবিমান। ভারতীয় সামরিক ঘাঁটিগুলিই তাদের লক্ষ্য ছিল। তবে, ভারতে কোনও ক্ষতি পারেনি পাক বিমান। বুধবার সকালে দেখা যায় পাকিস্তান থেকে যুদ্ধবিমান ভারতের দিকে এগিয়ে আসছে। রাজৌরি সেক্টরে ঢুকে পড়লে মিগ-২১, সুখোই-৩০ তাড়া করে পাক বিমানটিকে। এই সময়ই ভারতীয় মিগ ২১ বিমান আকাশসীমা লঙ্ঘন করে।

বায়ুসেনার তরফে জানানো হয় যে, পাকিস্তান বলছে, কোনও এফ ১৬ বিমান এদেশে ঢোকেনি। কিন্তু সেই তথ্য সত্য নয়। ভারতের কাছে এফ-১৬ ব্যবহারের করার প্রমাণ রয়েছে। সাংবাদিক বৈঠক শেষে সেনাবাহিনীর তরফে প্রমাণ দেখানোও হয়। উইং কমান্ডার অভিনন্দনের ফেরার খবরে তারা খুবই খুশি বলে জানান বায়ুসেনার এয়ার ভাইস মার্শাল কাপুর। শুক্রবারই অভিনন্দন দেশে ফিরবে বলে জানানো হয়। বৃহস্পতিবার, সন্ধেয় একই সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হন বায়ুসেনার এয়ার ভাইস মার্শাল কাপুর, স্থলবাহিনীর মেজর জেনারেল সুরিন্দর সিং মহল ও নৌবাহিনীর দলবীর সিং গুজরাল। তাঁরা জানান, দেশবাসীর নিরাপত্তাই তাঁদের লক্ষ্য। পাকিস্তান ভুল এবং মিথ্যা তথ্য ছড়িয়েছে বলেও অভিযোগ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 9 =