নয়াদিল্লি: ফের যদি কোনও সন্ত্রাসবাদী হামলা হয়, তবে ভারত প্রত্যুত্তর দিতে তৈরি। আরও একবার। মঙ্গলবার সরকারি সূত্র মারফৎ একথা জানা গিয়েছে।
জানা গিয়েছে, পুলওয়ামা হামলার জবাবে নিজেদের ক্ষমতা বুঝিয়ে দিতেই গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে অভিযান চালিয়ে ভারতীয় বায়ুসেনা জয়েশ-ই-মহম্মদের জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে। যে কোনও ধরনের জঙ্গি হামলার মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার পাশাপাশি পাকিস্তানের মাটিতে চলতে থাকা জঙ্গি শিবিরগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য ইসলামাবাদের উপর চাপ বজায় রেখেছে নয়াদিল্লি।
জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার পর থেকেই আন্তর্জাতিক স্তরে কার্যত একঘরে হয়ে পড়েছে পাকিস্তান। চাপের মুখে জঙ্গিগোষ্ঠীগুলির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে ইমরান সরকার। তাঁর আমলে নতুন এই পাকিস্তান জঙ্গিগোষ্ঠীর কোনও সম্পর্ক রেখে চলতে চায় না বলে দাবি করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ইতিমধ্যে জামাত-উদ-দাওয়া এবং ফালাহ্-ই-ইনসানিয়ৎ ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসলামাবাদের কর্তারাও।