ফের সংঘাত বাড়িয়ে ভারতীয় সাবমেরিন আটকে রাখল পাকিস্তান!

করাচি: ফের উত্তপ্ত ভারত-পাক সম্পর্ক৷ এবার পাক জলসীমা লঙ্ঘনের অভিযোগে ভারতীয় সাবমেরিন আটকে রাখল পাক নৌসেনা৷ পাক সংবাদ মাধ্যম সূত্রে এই খবর প্রকাশ করা হলেও ভাপতের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি৷ পাক সংবাদ মাধ্যম সূত্রে খবর, পাক নৌসেনার হাতে আটক ভারতীয় সাবমেরিনে রয়েছেন বেশ কয়েকজন৷ পাক মিডিয়ার তরফে ছবি প্রকাশ করে ঢাকঢোল পিটিয়ে এই খবর

ফের সংঘাত বাড়িয়ে ভারতীয় সাবমেরিন আটকে রাখল পাকিস্তান!

করাচি: ফের উত্তপ্ত ভারত-পাক সম্পর্ক৷ এবার পাক জলসীমা লঙ্ঘনের অভিযোগে ভারতীয় সাবমেরিন আটকে রাখল পাক নৌসেনা৷ পাক সংবাদ মাধ্যম সূত্রে এই খবর প্রকাশ করা হলেও ভাপতের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি৷ পাক সংবাদ মাধ্যম সূত্রে খবর, পাক নৌসেনার হাতে আটক ভারতীয় সাবমেরিনে রয়েছেন বেশ কয়েকজন৷ পাক মিডিয়ার তরফে ছবি প্রকাশ করে ঢাকঢোল পিটিয়ে এই খবর প্রকাশ করা হলেও এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি ভারত৷ পাক সংবাদ মাধ্যমের সত্যতা নিয়েও তৈরি হয়েছে জল্পনা৷  দেখুন ভিডিও

জানা গিয়েছে, সোমবার রাত আটটা নাগাদ ভারতীয় একটি সাবমেরিন পাক জলসীমা লঙ্ঘনের চেষ্টা করে বলে অভিযোগ তোলে পাক নৌসেনা৷ এর পরও ওই সাবমেরিনকে আটক করা হয় বলে পাক সংবাদ মাধ্যম সূত্রে খবর৷ একটি ছবি প্রকাশ করা ভারতীয় সাবমেরিন ধরা পড়েছে বলে পাক মিডিয়ার তরফে দাবি করা হয়৷

ফের সংঘাত বাড়িয়ে ভারতীয় সাবমেরিন আটকে রাখল পাকিস্তান!গত সপ্তাহে ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করায় পাক যুদ্ধবিমান F-16কে ধ্বংস করে পাকিস্তানের মাটিতে আটকে পড়েন ভারতীয় বীর জওয়ান অভিনন্দন বর্তমান৷ অভিনন্দনকে মুক্তি দেওয়াকে কেন্দ্র করে শুরু হয় নানান জটিলতা৷ প্রায় ৬০ ঘণ্টা পাকিস্তানে আটকে থাকার পর দেশে ফেরেন অভিনন্দন৷

গত ২৭ ফেব্রুয়ারি বায়ুসেনার দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইকের ২৪ ঘণ্টা পর ভারতীয় আকাশসীমা লঙ্খন পাক যুদ্ধবিমানের৷ বুধবার সকালে পাক যুদ্ধবিমান F-16 ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করার চেষ্টা করে বলে পিটিআই সূত্রে খবর৷ কিন্তু, সীমান্তে ভারতীয় সেনা মোতায়েন রেখেছে দেখে পালিয়ে যায় পাক বিমান৷ পালিয়ে যাওয়ার সময় নৌশেরা, পুঞ্জে সেক্টরে বোমা বিস্ফোরণ করে৷ তবে, এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি৷ পাক যুদ্ধ বিমানের তৎপরতা শুরু হতেই সীমান্ত অ্যালাট জারি করেছে ভারতীয় সেনা৷ সমস্ত যুদ্ধ বিমান ও পাইলটকে যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকতেও নির্দেশ দেওয়া হয়েছে৷

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের চূড়ান্ত মাত্রা নিল ভারত-পাক সম্পর্ক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + fifteen =