সীমান্তে উত্তার বাড়িয়ে টানা ১২ ঘণ্টা সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের

জম্মু কাশ্মীরে রাজৌরিতে গুলি বর্ষণ পাক সেনার৷ জবাব দিচ্ছে ভারতীয় বাহিনী৷ জানা গিয়েছে, সকাল সাড়ে দশটা নাগাদ পাক বাহিনী হামলা চালাতে থাকে৷ এদিন রাজৌরি সেক্টরের নৌশেরা বরাবর গুলি বর্ষণ শুরু করে পাকিস্তানের বাহিনী। ঘটনার জেরে উপত্যকার বেশ কিছু স্কুল বন্ধ করে দিয়েছে প্রশাসন৷ গত ১২ ঘণ্টা টানা গুলি বিনিময় চলছে দু’পক্ষের মধ্যে৷ এদিন সকাল সাড়ে

সীমান্তে উত্তার বাড়িয়ে টানা ১২ ঘণ্টা সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের

জম্মু কাশ্মীরে রাজৌরিতে গুলি বর্ষণ পাক সেনার৷ জবাব দিচ্ছে ভারতীয় বাহিনী৷ জানা গিয়েছে, সকাল সাড়ে দশটা নাগাদ পাক বাহিনী হামলা চালাতে থাকে৷ এদিন রাজৌরি সেক্টরের নৌশেরা বরাবর গুলি বর্ষণ শুরু করে পাকিস্তানের বাহিনী। ঘটনার জেরে উপত্যকার বেশ কিছু স্কুল বন্ধ করে দিয়েছে প্রশাসন৷

গত ১২ ঘণ্টা টানা গুলি বিনিময় চলছে দু’পক্ষের মধ্যে৷ এদিন সকাল সাড়ে দশটার আগে ভোর সাড়ে চারটে নাগাদও দুই পক্ষের মধ্যে গুলির লড়াই হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর। মঙ্গলবারও রাজৌরির নওশেরাতে গুলির হয়েছে গুলির লড়াই৷

পুলওয়ামাতে হামলার পর থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। বিষয়টি এখন আর দুটি দেশের মধ্যে আটকে নেই। ভারত চাইছে পাকিস্তানের মুখোশ খুলে দিতে। তাই আন্তর্জাতিক শক্তি গুলিকে পাশে চাইছে ভারত। বেশ কয়েকটি রাষ্ট্র পাকিস্তানের উপর চাপ বড়িয়েওছে। আদতে আমেরিকা থেকে সৌদি আরবের মতো রাষ্ট্রের চাপের কাছেই নতি স্বীকার করেছে পাকিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =