পাকিস্তানকে ‘কড়া জবাব’ দেওয়া হোক, চায়নি তৃণমূল! সর্বদলে ‘না’ কেন শাসকের?

নয়াদিল্লি: পুলওয়ামাকাণ্ডের পাকিস্তানকে ‘প্রত্যুত্তর’ দেওয়ার কেন্দ্রের প্রস্তাবে ‘আপত্তি’ জানিয়ে ছিল তৃণমূল সহ বিরোধীরা৷ গত ১৬ ফেব্রুয়ারি সর্বদলীয় বৈঠকে তৃণমূল কংগ্রেস সাংসদদের আপত্তিতে খসড়া থেকে ‘প্রত্যুত্তর’ দেওয়ার অংশটি শেষ পর্যন্ত বাদ দিতে হয়েছিল বলে সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে৷ পুলওয়ামা হামলার পর পরবর্তী সিদ্ধান্ত চূড়ান্ত করতে সর্বদল বৈঠক ডাকেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ৷ ওই বৈঠকে কেন্দ্রের তৈরি

পাকিস্তানকে ‘কড়া জবাব’ দেওয়া হোক, চায়নি তৃণমূল! সর্বদলে ‘না’ কেন শাসকের?

নয়াদিল্লি: পুলওয়ামাকাণ্ডের পাকিস্তানকে ‘প্রত্যুত্তর’ দেওয়ার কেন্দ্রের প্রস্তাবে ‘আপত্তি’ জানিয়ে ছিল তৃণমূল সহ বিরোধীরা৷ গত ১৬ ফেব্রুয়ারি সর্বদলীয় বৈঠকে তৃণমূল কংগ্রেস সাংসদদের আপত্তিতে খসড়া থেকে ‘প্রত্যুত্তর’ দেওয়ার অংশটি শেষ পর্যন্ত বাদ দিতে হয়েছিল বলে সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে৷

পাকিস্তানকে ‘কড়া জবাব’ দেওয়া হোক, চায়নি তৃণমূল! সর্বদলে ‘না’ কেন শাসকের?পুলওয়ামা হামলার পর পরবর্তী সিদ্ধান্ত চূড়ান্ত করতে সর্বদল বৈঠক ডাকেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ৷ ওই বৈঠকে কেন্দ্রের তৈরি করা প্রস্তাবের খসড়ার যে অংশটি নিয়ে আপত্তি করেন বিরোধীরা, সেটি ছিল একদম শেষে। খসড়াটি পুলওয়ামার ঘটনার তীব্র নিন্দা দিয়ে শুরু হলেও শেষে ‘কড়া প্রত্যুত্তরে’র প্রস্তাব দেওয়া হয় কেন্দ্রের তরফে৷ পুলওয়ামার ঘটনার নিন্দা করে পাকিন্তানকে কঠিন প্রত্যুত্তর দেওয়া হবে বলেও প্রস্তাব দেওয়া হয়৷ এই প্রস্তাবে আপত্তি আসে তৃণমূলের পক্ষ থেকে৷ সরকারের পক্ষে ওই খসড়া প্রস্তাব নিয়ে অনেক আলোচনা চাওয়া হলেও রাজি হননি বিরোধীরা। শেষ পর্যন্ত বিরোধীদের সম্মিলিত চাপের মুখে নিমরাজি হয়েই খসড়া থেকে ওই অংশটুকু বাদ দিতে বাধ্য হয় সরকার৷

গত ১৬ ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সভাপতিত্বে সংসদীয় মন্ত্রী নরেন্দ্র সিংহের ডাকা বৈঠকে ছিলেন কংগ্রেসের গুলাম নবি আজাদ, আনন্দ শর্মা, তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, এনসিপি-র শরদ পওয়ার, এনসি-র ফারুক আবদুল্লা-সহ অন্যান্য দলের সংসদীয় নেতারা। ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − sixteen =