নয়াদিল্লি: পাঞ্জাবের তরন তরন জেলার খেমকরনে বিএসএফ একটি পাকিস্তানি ড্রোন গুলি করে নামিয়েছে। এরপরই সীমান্তবর্তী ওই এলাকা এবং গ্রামগুলিকে সতর্ক করা হয়েছে। বুধবার রাতে রাকোতে গ্রামের কাছের সীমান্তরক্ষী বাহিনীর চৌকিতে ড্রোনটি দেখা যায়।
অ্যান্টি এয়ারক্রাফট গান দিয়ে সেটিকে নামিয়ে দেওয়া হয়। তবে সেই ড্রোনটি ভারত না পাকিস্তান, সীমান্তের কোন পারে গিয়ে পড়ছে তা জানা যায়নি। গ্রামের সরপঞ্চই ড্রোনটি দেখতে পান। গ্রামটিতে কিছুক্ষণের জন্য ইন্টারনেট বন্ধ করা হয়েছিল, জারি হয়েছিল ব্ল্যাকআউট। রবিবার রাতেই ভারতের চারটি সুখোই-৩০ ও মিরাজ ২০০০ জেট ৪টি পাক এফ ১৬ বিমানকে তাড়িয়ে দেয়। সেগুলির সঙ্গে ছিল ড্রোনও।