বালাকোটে জঙ্গিদের মৃতদেহ আগলে রেখেছে পাক সেনা: সূত্র

নয়াদিল্লি: বালাকোটে বায়ুসেনার অভিযানে প্রচুর জঙ্গির মৃত্যু হয়েছে৷ জঙ্গিদের দেহ আগলে রেখেছে পাক সেনা৷ বিদেশি মিডিয়াকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে বলে চাঞ্চল্যকর খবর প্রকাশ করল বেশ কিছু জাতীয় সংবাদ মাধ্যম৷ সূত্রের খবরের ভিত্ততেই এই খবর প্রকাশ করা হচ্ছে৷ জাতীয় সংবাদমাধ্যমের দাবি, বালাকোটে জঙ্গিদের মৃত্যুর খবর আড়াল করার চেষ্টা করছে পাকিস্তান৷ গোটা এলাকা ঘিরে রেখেছে পাক

বালাকোটে জঙ্গিদের মৃতদেহ আগলে রেখেছে পাক সেনা: সূত্র

নয়াদিল্লি: বালাকোটে বায়ুসেনার অভিযানে প্রচুর জঙ্গির মৃত্যু হয়েছে৷ জঙ্গিদের দেহ আগলে রেখেছে পাক সেনা৷ বিদেশি মিডিয়াকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে বলে চাঞ্চল্যকর খবর প্রকাশ করল বেশ কিছু জাতীয় সংবাদ মাধ্যম৷ সূত্রের খবরের ভিত্ততেই এই খবর প্রকাশ করা হচ্ছে৷

জাতীয় সংবাদমাধ্যমের দাবি, বালাকোটে জঙ্গিদের মৃত্যুর খবর আড়াল করার চেষ্টা করছে পাকিস্তান৷ গোটা এলাকা ঘিরে রেখেছে পাক সেনা৷ বালাকোর্টে কোনও সংবাদমাধ্যমেকেই ঢুকতে দেওয়া হচ্ছে না৷ এমনকি, মৃতদের লোপাল করারও কাজ চলছে বলে জাতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর৷ ঠিক কত জঙ্গির মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি৷ মৃত্যুর সংখ্যাও জানাতে পারেনি ভারতীয় বায়ুসেনা৷

বালাকোটে জঙ্গিদের মৃতদেহ আগলে রেখেছে পাক সেনা: সূত্রমৃত্যুর সংখ্যা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে কংগ্রেস, তৃণমূল সহ বিরোধীরাও৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বালাকোট নিয়ে নয়া খবরে ফের উত্তপ্ত জাতীয় রাজনীতি৷ বালাকোট ইস্যুতে ইতিমধ্যেই প্রমাণ দিয়েছে  ভারতীয় বিমান বাহিনী৷ বালাকোট হানায় ক্ষতি হয়েছে এবং তা নির্দিষ্ট লক্ষ্যেই হানা দিয়েছে বলেও AIF সূত্রে জানানো হয়েছে৷ সরকারি র‍্যাডার ও স্যাটেলাইট ইমেজে দেখিয়ে নিজেদের কথা প্রমাণ করেছে ভারতীয় বায়ুসেনা৷

কিন্তু, এই প্রমাণের আগেই রয়টার্সের রিপোর্টে বলা হয়েছিল বালাকোটো জইশ ই মহম্মদের সদর দফতরে সমস্ত যা যা কার্যকলাপ চলার এবং যা সুবিধা বর্তমান তা বহাল তবিয়তেই রয়েছে৷ বলা হয়েছিল সমস্ত বাড়ি যেরকম ছিল সেরকমই আছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 18 =