সীমান্তে উত্তেজনা, প্রস্তুতির বার্তা দিচ্ছে ভারতীয় সেনা

Pahalgam Terror Attack Aftermath   নয়াদিল্লি: কাশ্মীরের অনন্য সুন্দর পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকা রক্তাক্ত ভয়াবহ জঙ্গি হামলায়। গত মঙ্গলবার (২২ এপ্রিল) সেখানে সন্ত্রাসবাদীদের গুলিতে প্রাণ হারিয়েছেন…

Pahalgam Terror Attack Aftermath

Pahalgam Terror Attack Aftermath

 

নয়াদিল্লি: কাশ্মীরের অনন্য সুন্দর পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকা রক্তাক্ত ভয়াবহ জঙ্গি হামলায়। গত মঙ্গলবার (২২ এপ্রিল) সেখানে সন্ত্রাসবাদীদের গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন নিরীহ পর্যটক। নিহতদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের তিনজন বাসিন্দাও। এই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান সম্পর্ক, সীমান্তে বেড়েছে সংঘর্ষের আশঙ্কা।

এই হামলার দায় স্বীকার করেছে The Resistance Front (TRF), যাদের পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা-র শাখা বলেই মনে করা হচ্ছে। ভারত সরাসরি পাকিস্তান-সমর্থিত জঙ্গিগোষ্ঠীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে এবং ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, “এই হামলার নেপথ্যে যারা রয়েছে, তাদের খুঁজে বার করে কঠিন শাস্তি দেওয়া হবে – পৃথিবীর যেকোনো প্রান্তেই হোক না কেন।”

তদন্তে নামল এনআইএ, কলকাতায় পৌঁছল কেন্দ্রীয় দল

ঘটনার তদন্তে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA) নামানো হয়েছে। এনআইএ-র একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম শনিবার কলকাতায় পৌঁছয় এবং নিহত সমীর গুহ (বেহালা) ও বিতান অধিকারী (বৈষ্ণবঘাটা)-র পরিবারের সঙ্গে কথা বলেন। তাঁদের কাছ থেকে ঘটনার বিস্তারিত বিবরণ সংগ্রহ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একইসঙ্গে, পুরুলিয়ার নিহত পর্যটক মণীশরঞ্জন মিশ্র-র পরিবারের সঙ্গেও যোগাযোগের চেষ্টা চলছে।

সীমান্তে নতুন করে উত্তেজনা, সেনা প্রস্তুত Pahalgam Terror Attack Aftermath

হামলার পরে ভারত-পাকিস্তান সীমান্তে ফের একবার ছড়িয়ে পড়েছে উত্তেজনা। এপ্রিলের ২৫ ও ২৬ তারিখ রাতে LoC (লাইন অফ কন্ট্রোল)-এর বিভিন্ন অংশে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালায় পাকিস্তান সেনা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও।

এই ঘটনার প্রেক্ষিতে ভারত সরকার কড়া পদক্ষেপ নিচ্ছে। ইতিমধ্যে ইন্দাস জলচুক্তি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, ওয়াঘা-অটারি সীমান্ত দিয়ে চলাচল বন্ধ করা হয়েছে এবং পাকিস্তানের নাগরিকদের দেওয়া ভিসাও বাতিল করা হয়েছে।

সেনাবাহিনীর বার্তা: “সতর্ক ও প্রস্তুত”

ঘটনার পরে ভারতীয় সেনা এক টুইট বার্তায় জানায়, “Always Prepared, Ever Vigilant – #IndianArmy”। একইসঙ্গে ভারতীয় নৌবাহিনী-ও এক বিবৃতিতে বলে, “Power in unity; Presence with Purpose,” যা যৌথ প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা রক্ষার অঙ্গীকার তুলে ধরেছে।

আন্তর্জাতিক প্রতিক্রিয়া

এই হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একাধিক রাষ্ট্র এই হামলার নিন্দা করেছে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে।

 

National: Pahalgam terror attack kills 26, including 3 from Bengal. India blames Pakistan-backed LeT’s TRF, PM Modi vows action. NIA investigates in Kolkata as border tensions rise.