পদ্মশ্রী ফেরালেন লেখিকা গীতা মেহতা, কেন এই সিদ্ধান্ত?

নয়াদিল্লি: কেন্দ্রের অস্বস্তি বাড়িয়ে পদ্মশ্রী ফেরালেন লেখিকা গীতা মেহতা৷ সম্পর্কে তিনি ওড়িশার মুখ্যমন্ত্রীর বোন৷ নিউইয়র্ক থেকে প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানিয়েছেন, ‘পদ্মশ্রীর জন্য আমায় বিবেচিত করায় আমি সম্মানিত৷ সামনেই লোকসভা নির্বাচন৷ এই পুরস্কার আমার ও সরকারের বিড়ম্বনা বাড়াবে৷ সেই কারণে এই প্রত্যাখ্যান৷’’ শুক্রবার গীতা মেহতা স্পষ্ট জানিয়ে দেন, এই পুরস্কার গ্রহণ করতে তিনি অপারগ৷ তার কারণ

পদ্মশ্রী ফেরালেন লেখিকা গীতা মেহতা, কেন এই সিদ্ধান্ত?

নয়াদিল্লি: কেন্দ্রের অস্বস্তি বাড়িয়ে পদ্মশ্রী ফেরালেন লেখিকা গীতা মেহতা৷ সম্পর্কে তিনি ওড়িশার মুখ্যমন্ত্রীর বোন৷ নিউইয়র্ক থেকে প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানিয়েছেন, ‘পদ্মশ্রীর জন্য আমায় বিবেচিত করায় আমি সম্মানিত৷ সামনেই লোকসভা নির্বাচন৷  এই পুরস্কার আমার ও সরকারের বিড়ম্বনা বাড়াবে৷ সেই কারণে এই প্রত্যাখ্যান৷’’

শুক্রবার গীতা মেহতা স্পষ্ট জানিয়ে দেন, এই পুরস্কার গ্রহণ করতে তিনি অপারগ৷ তার কারণ হিসেবে গীতা মেহতা জানান, সামনেই লোকসভা নির্বাচন৷ দাদা ওডিশার মুখ্যমন্ত্রী৷ ফলে তিনি যদি এই পুরস্কার গ্রহণ করেন, তাহলে তৈরি হতে পারে রাজনৈতিক টানাপোড়েন৷ তাই এই সিদ্ধান্ত৷ যদিও, ভোটের মুখে এই সম্মান ফিরিয়ে দেওয়ায় অস্বস্তি বাড়িয়েছে কেন্দ্রের৷

তাঁর লেখা বইয়ের মধ্যে রয়েছে কর্মা কোলা (১৯৭৯), আ রিভার সূত্রা (১৯৯৩), স্নেকস অ্যান্ড ল্যাডার্স: গ্লিম্পসেস অফ মডার্ন ইন্ডিয়া (১৯৯৭) এবং ইটার্নাল গণেশা: ফ্রম বার্থ টু রিবার্থ (২০০৬)। বই লেখা ছাড়াও এখনও পর্যন্ত ১৪টি তথ্যচিত্র প্রযোজনা এবং পরিচালনা করেছেন গীতা মেহতা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =