নয়াদিল্লি: চূড়ান্ত অস্বস্তিতে পি চিদাম্বরম৷ সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করে ইডি জানিয়ে, চিদাম্বরমের বিদেশি অ্যাকাউন্ট রয়েছে৷ আর্জেন্টিনা, ফ্রান্স অস্ট্রেলিয়াতে একাধিক অ্যাকাউন্টের হদিস মিলেছে বলে জানিয়েছে ইডি৷
পি চিদাম্বরম ও তাঁর সঙ্গীদের বিদেশের সম্পত্তি রয়েছে বলেও জানিয়েছে ইডি৷ কয়েক লক্ষ কোটি টাকার সম্পত্তিও মিলেছে৷ অ্যাকাউন্ট রয়েছে দক্ষিণ আফ্রিকা, স্পেনের মতো দেশেও৷ যদিও এর আগে গ্রেপ্তারের পর পি চিদাম্বরম জানিয়েছিলেন, তাঁর কোন বিদেশে সম্পত্তি বা অ্যাকাউন্ট নেই৷ কিন্তু আজ সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করে ইডির তথ্য ঘিকে তৈরি হয়েছে জল্পনা৷
গত বুধবার রাতে পি চিদাম্বরম গ্রেপ্তার করে সিবিআই৷ গ্রেপ্তারের পর দফায় দফায় জেরা করার পর সিবিআইয়ের বিশেষ আদালতে তাঁকে পেশ করা হয়৷ সেখানেই পি চিদাম্বরমের হয়ে সওয়াল করেন তিন বিশিষ্ট আইনজীবী৷ আদালত পাঁচ দিনের সিবিআই হেফজতের নির্দেশ দেয়৷ আজ, দেশের শীর্ষ আদালতে চলছে পি চিদাম্বরম গ্রেপ্তারি মামলার শুনানি৷