BIG BREAKING: দু’দিন পর ফের চালু অক্সফোর্ডের করোনা টিকার প্রয়োগ, ছাড়পত্র ব্রিটেনের

BIG BREAKING: দু’দিন পর ফের চালু অক্সফোর্ডের করোনা টিকার প্রয়োগ, ছাড়পত্র ব্রিটেনের

ওয়াশিংটন: করোনা টিকা নেওয়ার পর অপ্রত্যাশিত ভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন এক স্বেচ্ছাসেবক৷ আর সেই কারণে তড়িঘড়ি অক্সফোর্ডে করোনা ভ্যাক্সিনের ট্রায়াল স্থগিত রাখার ঘোষণা করা হয়েছিল৷ ট্রায়াল স্থগিত রাখার দু’দিন পর ফের তা চালু করার ঘোষণা করল অ্যাসট্রা জেনেকা৷

জানা গিয়েছে, টিকা প্রয়োগে সমস্যা দেখা দেওয়ায় চিন্তা বেড়েছিল অ্যাসট্রা জেনেকা৷ কোথায় সমস্যা? তা নিয়ে শুরু হয়েছিল গবেষণা৷ এবার ব্রিটিশ স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থার থেকে সবুজ সংকেত নিয়ে ফের আরও এক দফায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কোভিড ভ্যাক্সিনের ট্রায়াল চালু করল৷

অ্যাসট্রা জেনেকার তরফে শনিবার ঘোষণা করা হয়েছে, ব্রিটেনের স্বাস্থ নিয়ন্ত্রক সংস্থা তাদের ট্রায়েল চালিয়ে যেতে ছাড়পত্র দিয়েছে৷ আর এই ছাড়পত্র মেলায় অ্যাস্ট্রা জেনেকা অক্সফোর্ড ভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়াল ফের চালু হচ্ছে৷ ব্রিটেনের স্বাস্থ নিয়ন্ত্রক সংস্থা এমএইচআরএ জানিয়েছে, এই ভ্যাক্সিনের ট্রায়াল নিরাপদ৷ ফলে, তারা তাদের কাজ চালিয়ে যেতে পারে৷ এর আগে গত দু’দিন আগে ভ্যাক্সিন নেওয়ার পর এক স্বেচ্ছাসেবক অসুস্থ হয়ে পড়ায় পরীক্ষা বন্ধ রাখার নির্দেশ দেয় এমএইচআরএ৷ ভারতেও ট্রায়াল বন্ধ রাখা হয়৷ এবার সেই ব্রিটেনের স্বাস্থ নিয়ন্ত্রক সংস্থা এবার ছাড়পত্র দিল৷

অন্যদিকে, করোনা ভ্যাকসিন গবেষণায় ইতিমধ্যেই বড় সাফল্য পেয়ে গিয়েছে ভারত বায়োটেক৷ পশুর শরীরে ইতিমধ্যেই কোভ্যাক্সিনের সফল প্রয়োগ হয়েছে৷ ফলাফলেও সাফল্য মিলিছে বলে জানিয়েছে ভারত বায়োটেক৷ টিকা প্রয়োগের পর পশুর-শরীরে তৈরি হয়েছে এন্টিবডি৷ ভারত বায়োটেকের এই দাবি ঘিরে নতুন করে আশার আলো তৈরি হয়েছে৷

টিকা প্রস্তুতকারক সংস্থা দাবি, ৪টি দলে ভাগ করে ২০টি প্রজাতির বাঁদরের উপরেও এই টিকা প্রয়োগ করা হয়৷ টিকা প্রয়োগে মিলেছে আশাতীত সাফল্য৷ বিপিন এম বশিষ্ঠ নামে বিজনৌরের এক চিকিৎসকটুইটে জানিয়েছেন, ‘কোভ্যাক্সিন ম্যাকাসের শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলেছে৷’ কোভ্যাক্সিন বাঁদরদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলছে৷ মানুষের শরীরেও ক্লিনিক্যাল ট্রায়াল চলছে৷ ইতিমধ্যেই দেশের ১২টি কেন্দ্রে চলছে ট্রায়াল৷ দ্বিতীয় পর্যায়ে মানব শরীরে কোভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়ালের প্রস্তুতি শুরু হয়েছে বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =