সাবধান! ভুয়ো খবর ছড়ালেই আইনি ব্যবস্থা, চরম হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রকের

সাবধান! ভুয়ো খবর ছড়ালেই আইনি ব্যবস্থা, চরম হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রকের

 

নয়াদিল্লি: চোখ রাঙাচ্ছে করোনা৷ করোনা ভয়ে সিঁটিয়ে রয়েছে গোটা বিশ্ব৷ পিছিয়ে নেই ভারতও৷ সংক্রমণ রুখতে ইতিমধ্যে লকডাউন ঘোষণা করেছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার৷ কিন্তু করোনা আতঙ্কের মধ্যেও সাধারন জনতা রাতের ঘুম কেড়ে নিয়েছে হঠাৎ গজিয়ে ওঠা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া ভুয়ো খবর৷ আর তার জেরে জেরবার নগর জীবন৷ মহামারী পরিস্থিতির মধ্যে ভুয়ো খবর রুখতে এবার কড়া পদক্ষেপ নেওয়ার ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের৷

আজ দুপুরে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের  যুগ্ম সচিব (মহিলা সুরক্ষা) পুণ্যসলিলা শ্রীবাস্তব জানিয়েছেন, রাজ্য সরকারগুলির সঙ্গে যোগাযোগ করেছে স্বরাষ্ট্রমন্ত্রক৷ লকডাউন পালনের বিষয়ে পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীও মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করে বিস্তারিত ভাবে আলোচনা করেছেন৷ আজ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সমস্ত রাজ্যগুলিকে চিঠি পাঠিয়ে জানিয়েছে, তারা যাতে লকডাউনের সমস্ত বিধি-নিষেধ পালন করে৷ শক্ত হাতে লকডাউন যাতে পালন করা হয়, তাও জানানো হয়েছে৷ সুপ্রিম কোর্ট গত ৩১ মার্চ একটি নির্দেশে জানিয়েছে, কোনোভাবেই যেন লকডাউন বিধি লঙ্ঘন করা না হয়৷ তা নিশ্চিত করতে বলা হয়েছে৷ লকডাউন বিধি-নিষেধ ভাঙলে এখন থেকে জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা আইন ও ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে চিহ্নিত করা হবে৷ এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রক সমস্ত রাজ্যগুলিকে জানানো হয়েছে, লকডাউন না মানলে কী ধরনের শাস্তি হতে পারে, তা সচেতনতা মূলক ভাবে প্রচার করতে বলা হয়েছে৷ যাতে লকডাউন সফল হয়৷

লকডাউন পরিস্থিতির মধ্যে সোশ্যাল মিডিয়ায় বেড়ে চলা গুজব রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক৷ জানানো হয়েছে, করোনা পরিস্থিতির মধ্যে সঠিক তথ্য আদান-প্রদান খুবই জরুরি৷ যে কোনও রকম ভুয়ো খবর আতঙ্ক আরও বাড়িয়ে দিতে পারে৷ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রক তথ্য ও সম্প্রচার মন্ত্রককে অনুরোধ করা হয়েছে, তারা যেন করোনা সংক্রান্ত তথ্য জনতাকে সরবরাহ করে৷ সেই তথ্য সাধারন মানুষের হাতে পৌঁছে দেওয়া যায়, তার ব্যবস্থা করতেও বলা হয়েছে৷  যদি কোন ভুল খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বা কোন সংবাদমাধ্যম যদি সেই খবর প্রকাশ করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যা,য় তাও নিশ্চিত করতে বলা হয়েছে৷ খবরের সত্যতা যাচাই করার বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়েছে৷ ইতিমধ্যেই তথ্য-সম্প্রচার মন্ত্র খবর যাচাইয়ের প্রক্রিয়া শুরু করে দিয়েছে৷ মূলত পিআইবির মাধ্যমে খবরের সত্যতা যাচাই করার কাজ চলছে৷ রাজ্যগুলির ক্ষেত্রেও এই একই বিষয়ে ওপর নজর রাখেও বলা হয়েছে৷ যাতে রাজ্য সংক্রান্ত কোনও ভুল খবর সাধারণ মানুষকে বিভ্রান্ত না করে৷

করোনা পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই ১৮৯৭ সালের মহামারী আইন লাগু করা হয়েছে৷ ১৮৬০ সালের ভারতীয় দণ্ডবিধি মোতাবেক আইন অমান্য করলে ৬ মাস পর্যন্ত কারাবাস কিংবা ১০০০ টাকা জরিমানা অথবা দুই হতে পারে৷ এছাড়াও ভুয়ো খবর ছড়ানোর ক্ষেত্রেও ছ’বছরের জেল হতে পারে৷ এর আগে মঙ্গলবার অ্যাডভাইজরিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে চরম হুঁশিয়ারি দিয়ে জানানো হয়, দেশে করোনা নিয়ে ভুল তথ্য ছড়িয়ে বিভ্রান্ত করলে, সংশ্লিষ্টের ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে এফআইআর করা হবে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লার সাফ জানিয়ে দেন, করোনা নিয়ে ভুল তথ্য দিয়ে গুজব ছড়ানো হচ্ছে৷ এই গুজব ছড়ানোর সঙ্গে যাঁরা যুক্ত তাদের বিরুদ্ধে বিপর্যয় ব্যবস্থাপনা আইনে কড়া পদক্ষেপ করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − seven =