নয়াদিল্লি: আন্দোলন, বিদ্রোহ, প্রতিবাদের আবহে রাতারাতি চালু হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী আইন। আজ, শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে গেজেট নোটিফিকেশন জারি করে গোটা দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করার বিষয়ে জানানো হয়েছে।
গেজেটটি নোটিফিকেশন জারি করে সাফ জানিয়ে দেয়া হয়েছে,দে হয়েছে, ১০ জানুয়ারি থেকে গোটা দেশে এই আইন এখন কার্যকর। কিন্তু রাতারাতি কেন গেজেট নোটিফিকেশন জারি করতে গেল কেন্দ্র?আগাম কোনো বার্তা না দিয়ে কেন্দ্রের এই গেজেট নোটিফিকেশন ঘিরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক।
যদিও, মমতা বন্দোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছিলেন, তিনি বাংলায় এই আইন কার্যকর হতে দেবেন না। তবে কেন্দ্রের এই গেজেট নোটিফিকেশন জারি হওয়ার পর পশ্চিমবঙ্গ সরকার নাগরিক আইন নিয়ে কি প্রতিক্রিয়া দেয়, তার জন্য অবশ্য অপেক্ষা করতে হবে শনিবার।
শনিবার বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর এক মঞ্চে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু, মোদি মমতার মুখোমুখি হওয়ার আগে কেন্দ্রের আইন কার্যকর করার বিষয়টি নিয়ে শুরু হতে চলেছে শনিবারের রাজনৈতিক চর্চা।