করোনায় নয়া রেকর্ড ভারতে, এক দিনে আক্রান্ত ৫২৪২, মৃত ৩ হাজার পার

করোনায় নয়া রেকর্ড ভারতে, এক দিনে আক্রান্ত ৫২৪২, মৃত ৩ হাজার পার

নয়াদিল্লি: করোনা রুখতে ইতিমধ্যেই চতুর্থ দফায় লকডাউন ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ জারি হয়েছে গাইডলাইন৷ কিন্তু টানা ৫৫ দিন লকডাউন চললেও কিছুতেই নিয়ন্ত্রণে আসে না করোনা সংক্রমণ৷ এবার আজ সোমবার সপ্তাহের শুরুতে রেকর্ড মাত্রায় ভারতে করনা সংক্রমণে তথ্য পরিসংখ্যান তুলে ধরল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী৷

আজ সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী দেওয়া পরিসংখ্যান বলছে, গত শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫২৪২ জন৷ এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ৯৬ হাজার ১৬৯ জন৷ ৩০২৯ জন আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে বলে পরিসংখ্যান তুলে ধরা হয়েছে৷

কেন্দ্রের দেওয়া পরিসংখ্যান বলছে, গোটা দেশের নিরিখে মহারাষ্ট্র এখন করোনা আক্রান্তের নিরিখে শীর্ষস্থান দখল করেছে৷ তার পর রয়েছে গুজরাট, তামিলনাড়ু ও দিল্লি৷ এই তিন রাজ্য থেকে গত ২৪ ঘণ্টায় ২৩৪৭ টি নতুন করোনা আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে৷

তবে, আশার আলো দেখাচ্ছে সুস্থতার হার৷ আক্রান্তের সংখ্যা লাফিয়ে পারলেও সুস্থতার হার যথেষ্ট ইতিবাচক৷ সুস্থ হয়েছেন ৩৮ দশমিক ২৯ শতাংশ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন৷ ৩৬ হাজার ৮২৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে নয়া পরিসংখ্যান তুলে ধরেছে স্বাস্থ্যমন্ত্রক৷

সঠিক খবর পেতে নজর রাখুন AajBikel.com-এর পাতায়…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − sixteen =