ফনির তাণ্ডবে পুরোপুরি বিধ্বস্ত ওড়িশা

ফনির তাণ্ডবে সম্পূর্ণ বিধ্বস্ত ওড়িশা। শুক্রবার সকালেই ওড়িশা উপকূলে আছড়ে পরে ঘূর্ণিঝড় ফনি। আর কয়েক ঘণ্টায় মধ্যেই পাল্টে গেল ওড়িশার চিত্রটা। ভূবনেশ্বর, বালাসোর, ভদ্রক-সহ রাজ্যের একাধিক এলাকায় ক্ষতির পরিমান সাংঘাতিক বেশি৷ একাধিক জায়গায় ঝড়ে কোথাও ভেঙে পড়েছে মোবাইল ফোনের টাওয়ার, কোথাও আবার উড়ে গেল বাড়ির ছাউনি। ভূবনেশ্বরে এইমসের হোস্টেলের ছাদে থাকা কংক্রিটের ছাউনি উড়ে গিয়েছে

ফনির তাণ্ডবে পুরোপুরি বিধ্বস্ত ওড়িশা

ফনির তাণ্ডবে সম্পূর্ণ বিধ্বস্ত ওড়িশা। শুক্রবার সকালেই ওড়িশা উপকূলে আছড়ে পরে ঘূর্ণিঝড় ফনি। আর কয়েক ঘণ্টায় মধ্যেই পাল্টে গেল ওড়িশার চিত্রটা। ভূবনেশ্বর, বালাসোর, ভদ্রক-সহ রাজ্যের একাধিক এলাকায় ক্ষতির পরিমান সাংঘাতিক বেশি৷

একাধিক জায়গায় ঝড়ে কোথাও ভেঙে পড়েছে মোবাইল ফোনের টাওয়ার, কোথাও আবার উড়ে গেল বাড়ির ছাউনি। ভূবনেশ্বরে এইমসের হোস্টেলের ছাদে থাকা কংক্রিটের ছাউনি উড়ে গিয়েছে প্রবল ঝড়ে। কোথাও উল্টে গেছে বাস। পুরীতে ঝড় ও বৃষ্টির জেরে অন্ধকার হয়ে গিয়েছে চারিপাশ। একাধিক জায়গায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সংযোগ। নির্মিয়মাণ বাড়ির গায়ে লেগে থাকা ক্রেন মাটিতে লুটিয়ে পড়েছে। প্রতি ঘণ্টায় ১৪৫ কিলোমিটার গতিতে পুরীতে হানা দেয় ঝড়। ধীরে ধীরে তা কমে আসে। জলে ডুবে গিয়েছে বহু জায়গা। বহু জায়গায় গাছ উপড়ে পড়েছে রাস্তায়। ভেঙে পড়েছে মাটির বহু বাড়ি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =