নয়াদিল্লি: একটা গোটা ট্রেন আর স্টেশন বাজেয়াপ্ত করতে হাজির আইনজীবী আর কোর্টের বেলিফ। তাদের হাতে কোর্টের আদেশ। জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের মামলায় ট্রেন বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছে কোর্ট। তাঁরা মোহালি স্টেশনে এসেই চণ্ডীগড়-অমৃতসর ইন্টারসিটিকে আটকে দেয়।
শুক্রবার সকাল সওয়া সাতটা থেকে আটকে থাকে ট্রেনটি। হতভম্ব ট্রেনচালক কী করবেন বুঝতে না পেরে নেমে আসেন ট্রেন থেকে। অবস্থা দেখে বিরক্ত হন আটকে পড়া যাত্রীরাও। আইনজীবী জানান, মোহালির অতিরিক্ত জেলা জজ ওই ট্রেনকে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন। রেল যে জমি অধিগ্রহণ করেছে, তার ১ কোটি টাকার মতো ক্ষতিপূরণ জমির মালিকদের দেওয়া হয়নি। গত আগস্টে দুটি ট্রেন ও একটি রেলস্টেশন বাজেয়াপ্ত করার নির্দেশ দেয় কোর্ট। ঘটনার কথা ঊর্ধ্বতন আধিকারিকদের জানানোর পর ট্রেনটি ছাড়ে ২ ঘণ্টা পরে।