Aajbikel

নয়া সংসদ ভবন উদ্বোধন হতে চলেছে, অনুষ্ঠান বয়কট করছে বিরোধীরা

 | 
সেন্ট্রাল ভিস্তা

নয়াদিল্লি: নতুন সংসদ ভবন নিয়ে দেশজুড়ে হইচই বহুদিন ধরে। অবশেষে আগামী ২৮ মে এই সংসদ ভবনের উদ্বোধন হতে চলেছে। কিন্তু জানা গিয়েছে, দেশের অধিকাংশ বিরোধীদল এই অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছে। এদের মধ্যে রয়েছে কংগ্রেস, শিবসেনা, তৃণমূল কংগ্রেস, আপ সহ ১৯ টি রাজনৈতিক দল। ইতিমধ্যেই তারা এই বিষয়ে বিবৃতি জারি করেছে। কিন্তু কেন বয়কট করার ডাক উঠল আচমকা? 

আসলে এই নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বদলে তিনি কেন এই ভবন উদ্বোধন করছেন তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী শিবির। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বাদ দিয়ে এই নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানকে কখনই সমর্থন করছে না বিরোধী পক্ষ। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ২৮ তারিখ তারা কেউই এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না। বিরোধীদের দাবি, দেশের সাংবিধানিক প্রধান হলে রাষ্ট্রপতি। তাঁকে বাদ রেখে প্রধানমন্ত্রী সংসদ ভবনের উদ্বোধন করবেন তা মানা যায় না। তৃণমূলের পক্ষ থেকে ইতিমধ্যেই এই বিষয় নিয়ে বিজেপি সরকারকে আক্রমণ করা হয়েছে। 

টুইটে বলা হয়েছে, ভারতীয় গণতন্ত্রের আধার হল সংসদ। প্রধানমন্ত্রী এটা হয়তো বুঝতে পারছেন না। অন্য এক তৃণমূল সাংসদের কথায়, নরেন্দ্র মোদী নিজের টাকা বাড়ি করে তা উদ্বোধন করছেন না। ঐতিহ্য, নীতি, মূল্যবোধ ও নিয়মের একটি প্রতিষ্ঠান হল সংসদ ভবন। 

Around The Web

Trending News

You May like