নয়াদিল্লি: নাগরিকত্ব সংশোধনী বিল ইস্যুতে সাহিত্য অকাদেমি পুরস্কার পাওয়া লেখক হীরেন গোহাঁই, সাংবাদিক মনজিত মহন্ত ও কৃষক সংগঠনের নেতা অখিল গগৈয়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনল অসম পুলিশ। ওই বিলের বিরুদ্ধে অসমের বিদ্বজনেদের নিয়ে গঠিত নাগরিক সমাজ সংগঠনের সদস্য তাঁরা।
গত মঙ্গলবার নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে ‘সেভ আসাম’ ফোরামের ডাকে গুয়াহাটিতে এক প্রতিবাদ সভায় অংশ নিয়ে সরকারের বিরুদ্ধে সরব হন তাঁরা৷ আসামে সার্বভৌমত্ব রক্ষার জন্য আন্দোলন গড়ে তোলার ডাক দেন তাঁরা৷ এই ঘটনার বিরুদ্ধে তিন সমাজকর্মীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করে অসম পুলিশ৷ জানা গিয়েছে, তিনজনের বিরুদ্ধে গুয়াহাটির লতাশিল থানায় ভারতীয় দণ্ডবিধির ১২০(বি), ১২১, ১২৩ এবং ১২৪(এ) ধারায় মামলা রুজু হয়েছে বলে খবর৷তিন সমাজকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হাওয়ার ঘটনার নতুন করে উত্তপ্ত হতে শুরু করেছে অসমের রাজনীতি৷ বিতর্ক পৌঁছে গিয়েছে জাতীয় রাজনীতির ময়দানেও৷
ভোট মেরুকরণের লক্ষ্যে নাগরিকত্ব সংশোধনী বিল পেশ নিয়ে বুধবার থেকে উত্তাল হতে শুরু করে আসাম ও ত্রিপুরা৷ আসামের বিভিন্ন জায়গায় এই বিলের বিরোধিতা করে পথ অবরোধ করেন প্রতিবাদীরা৷ একই রকম প্রতিবাদ ওঠে ত্রিপুরাতেও৷ সেই সঙ্গে অসম ঐক্য মঞ্চের কর্মীরা পোষাক খুলে প্রতিবাদ দেখান৷
গৌহাটিতে প্রায় ৭০টি সংগঠন একত্রিত হয়ে এই বিলের বিরোধীতা করে বিক্ষোভ দেখায়৷ পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করে এবং রাবার বুলেট ছোড়ে। বিলের বিরোধিতায় পথে নামে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও। এই বিলের বিরোধিতা করে মঙ্গলবার অগ্নিগর্ভের চেহারা নেয় পশ্চিম ত্রিপুরার জিরানিয়া, মাধাবাড়ির ও তার সংলগ্ন এলাকা। মঙ্গলবারের রাতে পুলিশ উপাজাতিদের মধ্যে খণ্ড যুদ্ধে আহত হয়েছেন ৭ জন। ইতিমধ্যেই ওই এলাকায় অনির্দিষ্ট কালের জন্য ১৪৪ ধারা জারি করলল পুলিশ প্রসাশন। এই এলাকায় এসএমএস সার্ভিস ও ইন্টারনেট পরিষেবাও বন্ধ রেখেছে প্রশাসন। মঙ্গলবার রাতে গুলি চালনার পর তা অশ্বিকার করেছে পুলিশ উপরন্তু বন্দুক রাখার অভিযোগ এনে প্রতিবাদিদের বাড়ি বাড়ি তল্লাশি চাল্লাচ্ছেন তারা।