চিটফান্ড বিরোধী কেন্দ্রের বিলে অধীরের সমর্থন, ‘চোর’ বলে খোঁচা! সোনিয়াকে নালিশ ক্ষুব্ধ মমতার

নয়াদিল্লি: কেন্দ্রের আনা চিটফান্ড বিরোধি বিলের সমর্থন জানিয়ে তৃণমূলকে ‘চোর’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী৷ বুধবার লোকসভায় শেষ অধিবেশনে চিটফান্ড কেলেঙ্কারির তদন্তে ‘ব্যানিং অব আনরেগুলেটেড ডিপোজিট স্কিম সংশোধন বিল ২০১৮’ বিল পেশ করা হয়৷ বিজেপির তরফে এই বিল পেশ করা হলেও সংসদে দাঁড়িয়ে চিটফান্ডকাণ্ডে ভুক্তভোগীদের কথা মাথায় রেখে বিলের সমর্থন জানিয়ে তৃণমূলকে

422e63f2aef80433c367a5ca3cca00cd

চিটফান্ড বিরোধী কেন্দ্রের বিলে অধীরের সমর্থন, ‘চোর’ বলে খোঁচা! সোনিয়াকে নালিশ ক্ষুব্ধ মমতার

নয়াদিল্লি: কেন্দ্রের আনা চিটফান্ড বিরোধি বিলের সমর্থন জানিয়ে তৃণমূলকে ‘চোর’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী৷ বুধবার লোকসভায় শেষ অধিবেশনে চিটফান্ড কেলেঙ্কারির তদন্তে ‘ব্যানিং অব আনরেগুলেটেড ডিপোজিট স্কিম সংশোধন বিল ২০১৮’ বিল পেশ করা হয়৷ বিজেপির তরফে এই বিল পেশ করা হলেও সংসদে দাঁড়িয়ে চিটফান্ডকাণ্ডে ভুক্তভোগীদের কথা মাথায় রেখে বিলের সমর্থন জানিয়ে তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ করেন অধীর৷ নাম না করে তৃণমূলকে ‘চিটফান্ডের বাংলার চোর’ বলেও কটাক্ষ করেন৷

বিরোধী শিবিরে দাঁড়িয়ে কংগ্রেস নেতার আক্রমণে ক্ষুব্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায়৷ অধীরকে শান্ত করেও সোনিয়াকে নালিশ জানান মমতা৷ ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেন, আপনার নেতাকে শান্ত থাকতে বলুন৷ আমরা কিন্তু, মনে রাখব৷’’

সারদাচিটফান্ড কাণ্ড নিয়ে লোকসভায় তৃণমূলকে আক্রমণ করেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী। তারপরেই সংসদের সেন্ট্রাল হলে মুখোমুখি হন দুই নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়কে সনিয়া গান্ধী বলেন, “আমরা একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানালেও আমরা বন্ধু৷”

এদিন চিটফান্ড কেলেঙ্কারির তদন্ত নয়া বিলের অনুমোদন দিল লোকসভা৷ প্রবল হট্টোগোলের মধ্যে লোকসভায় পাশ হয়ে যায় ‘ব্যানিং অব আনরেগুলেটেড ডিপোজিট স্কিম সংশোধন বিল ২০১৮’ বিল৷ চিটফান্ড কেলেঙ্কারি রুখতে  গত ৬ ফেব্রুয়ারি নয়া এই বিলের অনুমোদন দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ আজ, লোকসভায় চিটফান্ড বিরোধী বিল পেশ করা হয়৷ অন্যদিকে, আজ সাংসদের প্রবল বিক্ষোভের জেরে অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়ে যায় রাজ্যসভার অধিবেশন৷ আজই ছিল মোদি সরকারের শেষ অধিবেশন৷ ফলে, লোকসভায় বিল পাশ হলেও এখনও রাজ্যসভায় ঝুলেই রইল নয়া এই বিল৷

চলতি মাসেই মন্ত্রিসভার বৈঠক শেষে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানান, চিটফান্ড বন্ধ করতে কঠোর আইন প্রনয়ণের জন্য মন্ত্রিসভার অর্থ বিষয়ক কমিটি অনুমোদন দিয়েছে। ‘ব্যানিং অব আনরেগুলেটেড ডিপোজিট স্কিম সংশোধন বিল ২০১৮’ সংসদের চলতি অধিবেশনেই পেশ ও পাশ করানো হবে বলেও জানান তিনি৷ এরপর আজ লোকসভায় বিলটি পেশ করা হয়৷

কী রয়েছে ওই বিলে? কেন্দ্রীয় আইনমন্ত্রী জানিয়েছেন, অনুমোদনহীন অর্থলগ্নি সংস্থা যদি বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের থেকে টাকা জমা নেওয়ার চেষ্টা করে, তা হলে তাদের বিরুদ্ধে প্রস্তাবিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে৷ করা হবে এফআইআর৷ একই সঙ্গে ওই সংস্থার সেলিব্রিটি ব্র্যান্ড অ্যাম্বাস্যাডরকেও গ্রেপ্তার করা হতে পারে৷ সংস্থার সমস্ত সম্পত্তি বিক্রি করে আমানতদারীদের টাকা ফেরত দেওয়া হবে বলেও বিলের জানানো হয়েছে৷ দেশে বহু ক্ষুদ্র অর্থলগ্নি সংস্থা রয়েছে যাঁরা সরকারের নিয়ম মেনে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করছেন, তাদের চিন্তা করার কোনও কারণ নেই বলেও জানান কেন্দ্রীয় মন্ত্রী৷ তবে, অনুমোদনহীন সংস্থাগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি৷

রাজধানীতে সাংবাদিক বৈঠকে রবিশঙ্কর প্রসাদ জানান, ২০১৪ সালে সরকার চিটফান্ড কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। তার পরেও গত তিন বছরে বেআইনি ১৬৬ অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে মামলা করেছে সিবিআই। এর মধ্যে বেশির ভাগই পশ্চিমবঙ্গ ও ওড়িশায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *