আসাম: ২০১৬ নাগরিকত্ব বিলের (সংশোধনী) বিরোধীতা করে বিজেপির সঙ্গে জোট ভাঙল অসম গণ পরিষদ। সোমবার অসম গণ পরিষদের প্রেসিন্ডেন্ট অতুল বোরা জানান, শিলচরে প্রধানমন্ত্রীর সভায় জানান যে সংসদে চলতি শীতকালীন অধিবেশনেই পাশ হবে ২০১৬ নাগরিকত্ব সংশোধনী বিলটি। এর পরই আমরা দিল্লি গিয়ে গৃহমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করে তাঁকে অনুরোধ করি যাতে বিলটি লোকসভায় না আনা হয়। কিন্তু তিনিও জানান যে বিলটি লোকসভাতে আসবেই। ফলত আমাদের জোটে থাকার কোনও প্রশ্নই ওঠে না।
অসম গণ পরিদের প্রতিষ্ঠাতা প্রফুল্ল কুমার মহন্ত বলেন যে বিজেপি আমাদের কোনও কথাই শুনতে চাইছে না। নাগরিকত্ব বিল নিয়ে আমাদেরও কিছু বক্তব্য আছে সেটা কানে না তুলে নিজেদের সিদ্ধান্তটাই বহাল রাখতে চাইছে। তাই এই জোটে আমরা নেই। ১৯৫১ সালের নাগরিকত্ব বিলের সংশোধনীটি এই রুপ; ২০১৬ সালে কেন্দ্র সরকার পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ভারতে আসা সংখ্যালঘুদের নাগরিকত্বের সময়সীমা কমাতে এই আইন সংশোধন করা হয়। ১০ বছর থেকে কমিয়ে এর বৈধতা করা হয় ৬ বছর পর্যন্ত। এতেই বিক্ষোভের সৃষ্টি হয় আসাম জুড়ে। এই বিলটিরই বিরোধীতা করে অসম গণ পরিষদ সঙ্গ ছাড়ল বিজেপির।