বিশেষ অধিবেশনে কী নিয়ে আলোচনা? বিষয়সূচি প্রকাশের পরও ধন্দে বিরোধীরা

বিশেষ অধিবেশনে কী নিয়ে আলোচনা? বিষয়সূচি প্রকাশের পরও ধন্দে বিরোধীরা

opposition

নয়াদিল্লি: আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর সংসদে বিশেষ অধিবেশন ডেকেছে কেন্দ্রীয় সরকার। এই অধিবেশনে কী নিয়ে আলোচনা হবে তা নিয়ে এতদিন বিরাট জল্পনা ছিল। কেউ ভাবছিলেন ‘এক দেশ এক ভোট’ নিয়ে বিল পাশ হবে, আবার কেউ মনে করছিলেন দেশের নাম বদলের কোনও বিল আনা হবে। কারণ শেষ কয়েকদিন ধরে ‘ভারত বনাম ইন্ডিয়া’ নাম নিয়ে একটা তর্ক চলছে। কিন্তু যাবতীয় জল্পনায় ইতি টেনে বুধবার কেন্দ্রের তরফে সংসদের বিশেষ অধিবেশনের আলোচ্য বিষয়সূচি প্রকাশ করা হয়েছে। এখানে চারটি বিলের কথা বলেছে সরকার। কিন্তু বিরোধীরা এখনও গোটা বিষয় নিয়ে ধন্দ প্রকাশ করছে। 

কেন্দ্রীয় সরকারের বিষয়সূচি অনুযায়ী, আইনজীবী সংশোধনী বিল, সংবাদমাধ্যম ও পিরিয়ডিক্যালস অফ রেজিস্ট্রেশন বিল, পোস্ট অফিস বিল, চিফ ইলেকশন কমিশনার ও অন্য ইলেকশন কমিশনার নিয়োগ সংক্রান্ত বিল নিয়ে এই বিশেষ অধিবেশনে আলোচনা হবে। কিন্তু বিরোধীদের বক্তব্য, আসল ‘বোমা’ লুকিয়ে রাখা হয়েছে। এই বিলগুলির সঙ্গেও আরও হয়তো বিল আছে যা এখনই জানানো হচ্ছে না। তারা সন্দেহ করছে, দেশের নাম ইন্ডিয়া থেকে পরিবর্তন করে ভারত করার বিল পাশ করা হতে পারে। কিন্তু আপাতত যা খবর, তাতে তেমন কোনও সম্ভাবনা নেই। 

তবে কেন্দ্র যে বিলগুলির কথা বলেছে তার মধ্যে মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত বিলের বিরোধিতা করছে বিরোধী পক্ষ। তাঁদের বক্তব্য, এই বিলে মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দেওয়া হয়েছে। এতে কেন্দ্রের ক্ষমতা ও একছত্র আধিপত্যই প্রতিষ্ঠিত হবে। অন্যদিকে, বিষয়সূচি প্রকাশ নিয়ে বিজেপি সরকারকে কটাক্ষ করেছে কংগ্রেস। তাঁদের দাবি, প্রধানমন্ত্রী মোদীকে নেত্রী সনিয়া গান্ধী চিঠি দিয়ে যে চাপ সৃষ্টি করেছিলেন, তাতে মাথা নত করেছে সরকার। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =