নয়াদিল্লি: সিডিএস বিপিন রাওয়াতের মৃত্যুতে এখনো শোকে বিহ্বল গোটা দেশ। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহল, সব জায়গায় শোকের আবহ। তবে এরই মধ্যে কেন্দ্রের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলল বিরোধীরা! দাবি করা হয়েছে, রাওয়াতের মৃত্যুতে শোকপ্রকাশ নিয়ে রাজনীতি করেছে কেন্দ্রীয় সরকার। বিরোধীদের শোক প্রকাশ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ।
বিরোধী দলনেতার মল্লিকার্জুন খারগে রাজ্যসভায় অনুরোধ জানিয়েছিলেন যাতে তারা প্রয়াত সেনানায়কের প্রতি শ্রদ্ধা জানাতে পারেন। এক মিনিট করে সময় দেওয়া হোক বিরোধী দলগুলোকে, এমন অনুরোধ করা হয়েছিল। কিন্তু অভিযোগ, এই প্রস্তাব খারিজ করে দেন রাজ্যসভার চেয়ারম্যান। প্রস্তাব খারিজ হওয়ার পরেই বিরোধীরা কক্ষ ছেড়ে চলে যায়। এরপর এই ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে এই ঘটনা নিয়ে। যদিও এই ঘটনার প্রেক্ষিতে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান বলেছেন, অধিবেশনের শুরুতে যে বিবৃতি দিয়েছিলেন তা সকলের হয়েই দিয়েছিলেন তাই আলাদা করে বিরোধীদের শোক প্রকাশের প্রয়োজন ছিল না। প্রসঙ্গত, গতকাল রাতে রাজধানী এসে পৌঁছয় সদ্যপ্রয়াত ভারতীয় সেনার সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের দেহ। একই সঙ্গে বাকি মৃতদেহগুলিও এসে পৌঁছেছে গতকাল।
বুধবার তামিলনাড়ুর কুন্নুরের কাছে ভেঙে পড়ে ভারতীয় বিমান বাহিনী এমআই-১৭ ভি ফাইভ চপারটি৷ এই দুর্ঘটনায় মৃত্যু হয় সিডিএস রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত সহ ১৩ জনের৷ একমাত্র প্রাণে রক্ষা পান গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং৷ গতকাল ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজে স্টাফ কোর্সের ফ্যাকাল্টি এবং ছাত্র অফিসারদের উদ্দেশে ভাষণ দেওয়ার জন্য যাচ্ছিলেন জেনারেল রাওয়াত। সেই সময়ই নীলগিরির উপর ভেঙে পড়ে তাঁর চপার৷